সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গত সপ্তাহে যমুনা সেতুতে ১৭ কোটি টাকা টোল আদায়

ডেইলি সিলেট ডেস্ক ::

এক সপ্তাহে ফিরতি ঈদযাত্রায় যমুনা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এ সময় সেতুতে সোয়া দুই লাখেরও বেশি যানবাহন চলাচল করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল ফিতরের ছুটি শেষে ৩ এপ্রিল থেকেই বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে মানুষ কর্মস্থলে ফিরতে থাকে। ফলে ওইদিন থেকে গত এক সপ্তাহ ধরেই যমুনা সেতু দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত এ সেতু দিয়ে ২ লাখ ২৯ হাজার ৯৬৯টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে মোট ১৬ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা।

এর মধ্যে ৩ এপ্রিল ২২ হাজার ৩৪৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ৪ এপ্রিল যান চলছে ৩৫ হাজার ৮২১টি, টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১০০, ৫ এপ্রিল ৪২ হাজার ৭৯৮টি যানের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকা, ৬ এপ্রিল, যান চলেছে ৩৬ হাজার ৯৪৭টি, টোল আদায় ২ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ১৫০, ৭ এপ্রিল ৩৫ হাজার ২৩৪টি যান চলেছে, টোল আদায় ২ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৪৫০ টাকা, ৮ এপ্রিল ৩০ হাজার ৯১০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা এবং ৯ এপ্রিল ২৫ হাজার ৯১১টি যানবাহন চলেছে টোল আদায় হয়েছে ২ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ১৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদের ছুটি শেষ হওয়ার পর থেকেই গাড়ির যানবাহনের চাপ রয়েছে। গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে দুই কোটি ৪০ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। প্রতিদিন গড়ে যানবাহন চলাচল করেছে ২৩ হাজারের মতো। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ যানবাহনের চাপ থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: