সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

থাইল্যান্ডে হচ্ছে না মোদি–ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

ডেইলি সিলেট ডেস্ক ::

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে না। তবে মোদি শুধুমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৩ এপ্রিল, শীর্ষ সম্মেলনের ফাঁকে, প্রধানমন্ত্রী মোদি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। এটি মোদির একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক হবে এই সফরে।

বাংলাদেশ সরকার মোদিকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল, তবে সে অনুযায়ী কোনো বৈঠক নির্ধারিত হয়নি। মোদি ৩ এপ্রিল বিমসটেক সম্মেলনে অংশ নিতে ব্যাংকক পৌঁছাবেন এবং পরের দিন শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সফরে চলে যাবেন, যেখানে ৪-৬ এপ্রিল তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়কের আমন্ত্রণে সরকারি সফর করবেন।

যদিও দ্বিপক্ষীয় বৈঠক হয়নি, তবে সম্ভবত অধ্যাপক ইউনূসের সঙ্গে মোদির সৌজন্য সাক্ষাৎ হতে পারে। সরকারি সূত্রের মতে, দুই নেতার একই আসরে উপস্থিত থাকার কারণে তাদের মধ্যে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে, তবে সেটি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হবে।

ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও মোদির সঙ্গে তার কোনো মুখোমুখি দেখা হয়নি। যদিও মোদি ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে চিঠি পাঠিয়েছেন, তবুও এখনও তাদের মধ্যে কোনো দ্বিপক্ষীয় আলোচনা হয়নি।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইতোমধ্যে দুটি occasionsে জানিয়েছেন যে, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠক কেবল নির্বাচিত সরকারের সাথে হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা শফিবুল আলম সম্প্রতি ভারতের সংবাদপত্র দ্য হিন্দুকে জানিয়েছেন, ইউনূস প্রথম সফরে ভারত যেতে চেয়েছিলেন, তবে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বর্তমানে ইউনূস চীনে রয়েছেন।

বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন ২০১৮ সালে নেপালের কাঠমান্ডুতে এবং পঞ্চম সম্মেলন ২০২২ সালে ভার্চুয়ালি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হয়েছিল। এবার, ষষ্ঠ শীর্ষ সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশের নেতৃত্বে সংস্থার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা হবে। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধি, লগ্নি, নিরাপত্তা ও জলবায়ু বিষয়ক আলোচনা হবে।

বিমসটেকের সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: