cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) ২০২৪ সালকে অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর হিসেবে চিহ্নিত করেছে। এই বছরে বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার অভিবাসী প্রাণ হারিয়েছেন, যা একটি নতুন রেকর্ড। মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঘটেছে এশিয়াতে।
আইওএম শুক্রবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে জানায়, ২০২৪ সালে যাত্রাপথে ৮,৯৩৮ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। ২০১৪ সাল থেকে সংস্থাটি অভিবাসী মৃত্যুর হিসাব রাখা শুরু করে, এবং ওই সময় থেকে এটি সবচেয়ে বড় সংখ্যক মৃত্যু।
জাতিসংঘ এ মৃত্যুর সংখ্যা ‘অগ্রহণযোগ্য এবং প্রতিরোধযোগ্য’ বলে উল্লেখ করেছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে অন্তত ২০০ জন অভিবাসী বেশি মারা গেছেন, এবং ২০২০ সাল থেকে এই মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে।
আইওএম-এর উপপরিচালক উগোচি ড্যানিয়েলস বলেন, ‘বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনা অগ্রহণযোগ্য, তবে এটি প্রতিরোধযোগ্য।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি মৃত্যুর পেছনে একটি মানুষ রয়েছে, এবং এই ক্ষতির মাত্রা অত্যন্ত হৃদয়বিদারক।’
আইওএম-এর মিসিং মাইগ্রেন্ট প্রজেক্টের তথ্য অনুযায়ী, এশিয়ায় এ বছর অন্তত ২,৭৭৮ জন অভিবাসী মারা গেছেন, যা ২০২৩ সালের তুলনায় ৬২৪ জন বেশি। ভূমধ্যসাগরে ২,৪৫২ জন এবং আফ্রিকায় ২,২৪২ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। আমেরিকাতে মৃত্যুর চূড়ান্ত পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে কমপক্ষে ১,২৩৩ জন অভিবাসী মারা গেছেন।
আইওএম জানায়, অভিবাসীদের মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ অনেক তথ্য সরকারি সূত্রে পাওয়া যাচ্ছে না। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৭৪ হাজারেরও বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। গত পাঁচ বছরে বিশ্বজুড়ে অভিবাসী মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। আইওএম জানায়, ২০২২ সাল থেকে অভিবাসী মৃত্যুর অন্তত ১০ শতাংশ ঘটেছে সহিংসতার কারণে।