সর্বশেষ আপডেট : ৩১ মিনিট ৪৮ সেকেন্ড আগে
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের বিচার নিশ্চিত করার দাবিতে শনিবার (১৫ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ এবং আমরাও জাগ্রত ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ আর এফ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ সিলেট বিভাগের সভাপতি ও বিপ্লবী শ্রমিক নেতা নুরুল হুদা সালেহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলার সংগঠক মিনহাজ আহমেদ।

মানববন্ধনে বক্তারা বলেন, “আইন সবার উর্ধ্বে, আইনের উর্ধ্বে কেউ নয়। মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধ ও দুর্নীতিরোধে আমরা সচেষ্ট। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার কারণে এসব অপরাধ দিন দিন বাড়ছে। আমরা চরম উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতার ঘটনা একটি ভয়াবহ জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।”

বক্তারা আরও বলেন, “মানবতা বিবর্জিত এসব অপরাধের বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বারবার দেখা যাচ্ছে, বিচারহীনতা ও বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে এ ধরনের ঘটনা কমছে না, বরং বাড়ছে। ধর্ষক ও নারী-শিশু নির্যাতনকারীদের প্রতি কোনো প্রকার সহানুভূতি বা শিথিলতা দেখানোর সুযোগ নেই। তাই আমরা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সফর আলী খান, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ সিলেটের সম্পাদক এনায়েতুর রহমান নিরুপম, বেসরকারি শিক্ষক নেত্রী জাহানারা আক্তার, মানবাধিকার কর্মী ও শিক্ষানবিশ অ্যাডভোকেট বাবলু এবং অধিকার সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, “সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনের কঠোর প্রয়োগ ও সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: