সর্বশেষ আপডেট : ৪৩ মিনিট ৫৩ সেকেন্ড আগে
বুধবার, ১২ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রমজানে তাকওয়ার গুণাবলী অর্জনের শপথ নিতে হবে : এডভোকেট জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র রমজান মাসে আমাদের তাকওয়ার গুণাবলী অর্জনের শপথ নিতে হবে। নিজেকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে সিয়াম সাধনা করতে হবে। প্রতি বছর এ মাসটি আমাদের মাঝে আসে প্রশিক্ষণের মাস হিসেবে।

এ মাসের গুরুত্ব আরো বেড়েছে কোরআন নাজিলের মাস হিসেবে। এ মাসে বেশি বেশি কোরআন অধ্যয়ন ও কোরআনের রাজ কায়েমে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তিনি বলেন, যাদের মালে নেছাব রয়েছে তারা যেন পুঙ্খানুপুঙ্খভাবে হিসেব করে যাকাত প্রদান করেন। কারণ ধনীদের সম্পদে গরিবের হক রয়েছে। এই যাকাতের টাকায় তাদের সংসার সচল হবে। এক কথায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই রমজান। আমরা যেন, এই রমজানকে আত্মশুদ্ধির মাস হিসেবে কাজে লাগাই।

তিনি সোমবার সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার মানিক মিয়ার সভাপতিত্বে ও কুয়েত প্রবাসী জামায়াত নেতা মো. ফয়সল খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন।

বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, ইউনিয়ন আমীর মাওলানা আলা উদ্দিন, সেক্রেটারি আহমদ মাসুম, সহ সেক্রেটারি মাওলানা আলা উদ্দিন মানিক, ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন মেম্বার, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সিরাজুল ইসলাম, লিবিয়া প্রবাসী জামায়াত নেতা মাওলানা আশরাফ খাঁন, যুবদল নেতা জৈন উদ্দিন, জামায়াত নেতা নোমান খাঁন, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আরশ আলী, শিবির নেতা আনছার আহমদ ও কামরান আহমদ প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: