cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
আন্তর্জাতিক ডেস্ক ::
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার কোনও ধারণা ছিল না, আমি সরকার পরিচালনা করবো। আমি এর আগে কখনও সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছে। বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, প্রত্যাশা অনুযায়ি সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরও কয়েকমাস সময় লাগতে পারে।
শৃঙ্খলা বজায় রাখা সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সম্পূর্ণ একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে তাদের দায়িত্ব নিতে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে পরিস্থিতি ঠিক আছে।
‘আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে’ এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, দেশে আদালত আছে, আইন আছে, থানায় অভিযোগ করা যায়। আপনি কেবল বিবিসির প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে থাকবেন না, থানায় গিয়ে অভিযোগ করুন এবং দেখুন আইন কীভাবে কাজ করে।