সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

৩১ ঘণ্টা পর জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রশাসনের আশ্বাসে জামালপুরে ৩১ ঘণ্টা পর গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার বাস মালিক সমিতি ও বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতে দূরপাল্লা যানবাহন চলাচল শুরু হয়েছে। বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন

তিনি বলেন, জেলা প্রশাসন বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সঙ্গে মঙ্গলবার রাতে সার্কিট হাউজে বৈঠক করেন। বৈঠকে সব পক্ষ জনস্বার্থে একমত হওয়ায় রাত ৯টা থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া ৬ দফা এবং বাস সার্ভিস সংস্কারসহ বিভিন্ন দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজিব সার্ভিসের বাস বন্ধ এবং বাস সার্ভিস সংস্কারসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের দাবি অযৌক্তিক উল্লেখ করে গত সোমবার থেকে বাস চলাচল বন্ধ করে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

উল্লেখ্য, গত রোববার জামালপুর-ময়মনসিংহ মহা সড়কের ছোট জয়রামপুরে রাজিব সার্ভিসের বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: