cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
প্রশাসনের আশ্বাসে জামালপুরে ৩১ ঘণ্টা পর গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার বাস মালিক সমিতি ও বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতে দূরপাল্লা যানবাহন চলাচল শুরু হয়েছে। বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন
তিনি বলেন, জেলা প্রশাসন বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সঙ্গে মঙ্গলবার রাতে সার্কিট হাউজে বৈঠক করেন। বৈঠকে সব পক্ষ জনস্বার্থে একমত হওয়ায় রাত ৯টা থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়া ৬ দফা এবং বাস সার্ভিস সংস্কারসহ বিভিন্ন দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজিব সার্ভিসের বাস বন্ধ এবং বাস সার্ভিস সংস্কারসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের দাবি অযৌক্তিক উল্লেখ করে গত সোমবার থেকে বাস চলাচল বন্ধ করে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
উল্লেখ্য, গত রোববার জামালপুর-ময়মনসিংহ মহা সড়কের ছোট জয়রামপুরে রাজিব সার্ভিসের বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দেয়।