![]()


প্রবাস ডেস্ক ::
কেমব্রিজ ইউনিভার্সিটিতে বাংলা সোসাইটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। সোসাইটির ইভেন্টস অফিসার আনিয়া সোফিয়া প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে মাতৃভাষা দিবসের ঐতিহাসিক তাৎপর্য এবং ভাষার সঙ্গে বাঙালি পরিচয়ের গভীর সম্পর্ক নিয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে ভাষা ও পরিচয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনজন বিশিষ্ট অতিথি বক্তা—ড. পল্টু রঞ্জন দত্ত, রেহানা খানম রহমান বিএম, এবং রুবাইয়াত শারমিন ঝরা। তাঁরা ভাষার গুরুত্ব, আন্তর্জাতিক ভাষা আন্দোলনের প্রভাব, এবং সংস্কৃতির সঙ্গে ভাষার সংযোগ নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন।
সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি ও নৃত্য কর্মশালা, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে ভাষা ও সংস্কৃতি নিয়ে আলোচনা আরও বিস্তৃতভাবে চালানো যায়।