সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে নতুন রেজিষ্ট্রেশন না দেওয়ার দাবীতে মালিক সমিতির প্রতিবাদ সভা

সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, টেম্পু ট্যাক্সি, ট্যাক্সি মালিক সমিতি (রেজি নং চট্ট-২৭৮৫) এর অন্তর্ভুক্ত কদমতলী উপ-শাখার উদ্যোগে নতুন রেজিষ্ট্রেশন না দেওয়ার দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই সভায় সংগঠনের নেতৃবৃন্দ রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চলাচল বন্ধের জোর দাবি জানান এবং প্রশাসনের প্রতি সঠিক পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি রেজি নং- ২৭৮৫ এর কার্যকরি সভাপতি জামিল আহমদ লিটন।

কদমতলী উপ পরিষদ এর সভাপতি নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও মালিক সমিতির যুগ্ম সম্পাদক জালাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক বুলবুল আহমদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, কার্যকরি সদস্য ইয়াহইয়া, আম্বরখানা শাখার সভাপতি বদরুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক শামীম আহমদ। বক্তব্য রাখেন, কদমতলী উপ-পরিষদের সহ সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য আব্দুস সামাদ বদরুল, আব্দুল আহাদ, শাহ আকবর, ব্যবসায়ী হেলাল আহমদ, আমিন হোসেন, জামিল আহমদ, শিবলু মিয়া, কাওছর আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে, যাতে নতুন করে আর কোনো সিএনজি রেজিস্ট্রেশন না দেওয়া হয়। তাঁরা অভিযোগ করেন, নম্বরবিহীন অবৈধ সিএনজি শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে, অথচ বৈধভাবে রেজিস্ট্রেশনকৃত গাড়িগুলো পুলিশ কর্তৃক নানা হয়রানির শিকার হচ্ছে।

নেতৃবৃন্দ আরও জানান, সিলেট জেলায় প্রায় ২০ হাজার বৈধ রেজিস্ট্রেশনকৃত সিএনজি রয়েছে। এর আগে নগরীর যানজট নিরসনে প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছিল যে, জেলার সিএনজি জেলায় চলবে এবং মেট্রোপলিটনের সিএনজি মেট্রোপলিটনের ভেতরে চলবে। কিন্তু নম্বরবিহীন অবৈধ সিএনজি মালিকরা নিজেদের সংগঠন দাবি করে বিআরটিএ অফিস ঘেরাও কর্মসূচির মতো ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিচ্ছে। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা একসঙ্গে থাকলে এই স্বৈরাচারী চক্র কোনো অপরাধ সংঘটিত করতে পারবে না।” অবৈধ সিএনজি বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

 

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: