সর্বশেষ আপডেট : ৫৬ মিনিট ৫২ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ব্রিটেনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান, আতঙ্কে বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক ::

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশটির লেবার সরকার প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের নেতৃত্বে অভিবাসন নীতির কড়াকড়ি আরোপ করছে।

ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসেই ৮২৮টি স্থানে অভিযান চালিয়েছে ইমিগ্রেশন পুলিশ, যা গত বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৬০৯ জনকে, যা আগের বছরের তুলনায় ৭৩ শতাংশ বেশি।

অভিযানের অংশ হিসেবে রেস্তোরাঁ, পার্লার, কার ওয়াশিং সার্ভিসসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চিরুনি অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি নর্থ ইংল্যান্ডের হাম্বারসাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার ও চারজনকে আটক করা হয়েছে।

ব্রিটিশ সরকার বৈধ পরিচয়পত্রবিহীন শ্রমিক নিয়োগের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ১০৯০টি নোটিস পাঠিয়েছে। হোম সেক্রেটারি ইভেট কুপার জানিয়েছেন, সরকারের লক্ষ্য অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং অবৈধ অভিবাসন ঠেকানো।

এদিকে, সরকারের কড়াকড়ির কারণে বাংলাদেশি অভিবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, তাদের অনেকেই অনিশ্চয়তায় ভুগছেন।

সরকার জানিয়েছে, অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের ফেরত পাঠাতে চার্টার ফ্লাইট ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও যুক্তরাজ্য থেকে হাজার হাজার অবৈধ অভিবাসী ও অপরাধীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ব্রিটেনের নতুন অভিবাসন নীতির ফলে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা থেকে আগত রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: