সর্বশেষ আপডেট : ৮ মিনিট ১১ সেকেন্ড আগে
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিল সৌদি আরব

ডেইলি সিলেট ডেস্ক ::

সৌদি আরবে ভ্রমণকারী ও ওমরা হজ পালনকারীদের জন্য ম্যানেনজাইটিস ভ্যাকসিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা স্থগিত করেছে দেশটির সরকার। বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ ভ্যাকসিন দেয়ার বাধ্যবাধকতা স্থগিত করে দেশটি। গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে।

গেল ৭ জানুয়ারি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশ থেকে আগত ভ্রমণ ভিসাধারী ও ওমরা হজ পালনকারীদের ম্যানেনজাইটিসের টিকা নেয়া বাধ্যতামূলক ঘোষণা করে।

ওই ঘোষণায় জানানো হয়, ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে টিকা নিতে হবে এবং ভ্রমণের সময় প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। এটি ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

তবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স জানায়, এখন থেকে ম্যানেনজাইটিস ভ্যাকসিনের সনদ ছাড়াই সৌদি আরব ভ্রমণ করা যাবে।

সৌদি সরকার নতুন ঘোষণায় জানিয়েছে, ভ্রমণ ও ওমরা ভিসার যাত্রীদের জন্য ম্যানেনজাইটিস ভ্যাকসিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।

এই ঘোষণার পরপরই বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষও তাদের যাত্রীদের জানিয়ে দিয়েছে, এখন থেকে ম্যানেনজাইটিস টিকা ছাড়াই সৌদি আরব যাওয়া যাবে। তবে ভ্রমণের আগে সবশেষ নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীদের যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: