সর্বশেষ আপডেট : ৩৮ মিনিট ৩৭ সেকেন্ড আগে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আসাদের পতনের পর ভয়াবহ বোমা হামলা সিরিয়ায়, নিহত ১৫

ডেইলি সিলেট ডেস্ক ::

উত্তর সিরিয়ায় কৃষি শ্রমিকদের বহনকারী একটি যানবাহনে গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনই নারী। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী সংস্থা।
সিরিয়া সিভিল ডিফেন্স সংস্থা (হোয়াইট হেলমেটস) জানিয়েছে, আলেপ্পোর পূর্বে অবস্থিত মানবিজ শহরের উপকণ্ঠে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আরও ১৫ জন নারী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই হামলার দায় এখনো কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। তবে এটি ছিল ডিসেম্বর মাসে বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এ ছাড়া মাত্র তিনদিনের ব্যবধানে মানবিজে দ্বিতীয় গাড়ি বোমা হামলা।

এর মাত্র তিন দিন আগে গত শনিবার মানবিজ শহরের কেন্দ্রে একটি বিস্ফোরণে দুই শিশু ও এক নারীসহ চারজন নিহত হন বলে জানিয়েছে সিরিয়া সিভিল ডিফেন্স।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিস্ফোরণটি একটি সামরিক অবস্থানের কাছে ঘটেছিল এবং এতে ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন তুরস্ক-সমর্থিত যোদ্ধা ছিলেন।

আসাদ সরকারের পতনের পর থেকে মানবিজ এবং এর আশপাশের এলাকা তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ) এবং মার্কিন-সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে তীব্র সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এসএনএ একটি অভিযান চালিয়ে ইউফ্রেটিস নদীর পশ্চিমে অবস্থিত অঞ্চল দখল করে। যদিও ২০১৬ সালে ইসলামিক স্টেট (আইএস)-কে পরাজিত করার পর থেকে এসডিএফ এই অঞ্চল দখল করে রেখেছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: