cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের অবতরণ বিলম্বিত হয়েছে। এ কারণে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত সিটি ও মাস্কাট থেকে আসা কুয়েত এয়ারওয়েজ এবং সালাম এয়ারের ফ্লাইটগুলো ঘন কুয়াশার কারণে কলকাতায় অবতরণ করে। পরবর্তীতে সকাল ৯টার পর এসব ফ্লাইট ঢাকায় ফিরে আসে।
এছাড়া, মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। এসব ফ্লাইটের মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম ও জেদ্দা রুটের ফ্লাইট। এছাড়া এমিরেটস এয়ারলাইন্স, গাল্ফ এয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ড্রুক এয়ারের বিভিন্ন ফ্লাইটও কুয়াশার কারণে বিলম্বিত হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইট সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়। তবে সকাল ৯টার পর আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হয়ে আসে। তিনি আরও জানান, একসঙ্গে অনেক ফ্লাইট অবতরণ করায় কিছুটা ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।
কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল, ফলে রানওয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল না। এতে নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কয়েকটি ফ্লাইট অন্যত্র ডাইভার্ট করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দেশের বিমান চলাচলে বিঘ্ন ঘটে। যাত্রীদের এ ধরনের অসুবিধা কমাতে আধুনিক ল্যান্ডিং সিস্টেম স্থাপনের দাবি জানানো হয়েছে।