সর্বশেষ আপডেট : ৫০ মিনিট ৫৪ সেকেন্ড আগে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গাজা যুদ্ধে ১৩ হাজারের বেশি শিশু নিহত, ২৫ হাজার আহত

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজায় গত ১৫ মাসব্যাপী ইসরাইলি আগ্রাসন শিশুদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে এনেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেখানে ১৩ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে, আনুমানিক ২৫ হাজার শিশু আহত হয়েছে এবং কমপক্ষে ২৫ হাজার শিশু অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি হয়েছে।

ব্রিটেনের উপ-জাতিসংঘ দূত জেমস কারিউকি নিরাপত্তা পরিষদে সম্প্রতি বলেছিলেন, গাজা এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান শিশুদের জন্য।

তিনি আরও বলেন, গাজার শিশুরা এই যুদ্ধ বেছে নেয়নি, তবুও তারা এর সবচেয়ে বড় মূল্য দিয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় অফিস (ওসিএইচএ) বৃহস্পতিবার জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত ৪০ হাজার ৭১৭ জন নিহত ফিলিস্তিনির মধ্যে এক-তৃতীয়াংশ, অর্থাৎ ১৩ হাজার ৩১৯ জন শিশু। এই তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, তাদের তথ্য অনুযায়ী গাজার ২৫ হাজার শিশু আহত হয়েছে। এই তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তারা সংগ্রহ করেছে।

জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ বলেন, ডিসেম্বরের আগে চার মাসে প্রায় ১৯ হাজার শিশু মারাত্মক অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল। এই তথ্যও ইউনিসেফের, যা গাজার জাতিসংঘ কর্মীদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে পাওয়া গেছে, যেখানে সকল সংশ্লিষ্ট জাতিসংঘ সংস্থাগুলোর সমন্বয় ছিল।

জাতিসংঘ জানায়, হাজার হাজার শিশু এতদিনে এতটুকু হারিয়েছে যে তারা এখন অনাথ বা তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

জাতিসংঘের এডুকেশন ক্যানট ওয়েট ফান্ডের নির্বাহী পরিচালক ইয়াসমিন শেরিফ এক সংবাদ সম্মেলনে বলেন, ৬ লাখ ৫০ হাজার স্কুল-যোগ্য শিশু এখনো ক্লাসে যাচ্ছে না এবং গাজার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি পুনর্গঠন করতে হবে, কারণ সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: