সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ছাতক-সিলেট রেলপথ সংস্কার শুরুর দাবিতে স্মারকলিপি প্রদান

ছাতক-সিলেট রেলপথের জরুরি সংস্কার এবং ছাতক-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে গণদাবী পরিষদ ছাতক-দোয়ারা একটি স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূস বরাবরে প্রদান করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

গণদাবী পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, সভাপতি মো. আমিনুল ইসলাম বকুল এবং সাধারণ সম্পাদক মাস্টার মো. সুলতান চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহ:
১. বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত ছাতক-সিলেট রেলপথের জরুরি ভিত্তিতে সংস্কার।
২. ছাতক থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু।
৩. আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ করতে এনআইডির মাধ্যমে টিকিট বিক্রি।
৪. ছাতক-সিলেট রেলপথের স্টেশনগুলো আধুনিকায়ন এবং জনবহুল এলাকায় নতুন স্টেশন স্থাপন।
৫. রেল ক্রসিংয়ের সংযোগ রাস্তা সম্প্রসারণ এবং গেইটম্যান নিয়োগ।
৬. ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে পুনঃস্থাপন করে ছাতককে পর্যটন এলাকায় রূপান্তর।
৭. রেলওয়ের সম্পদ লুটপাটের তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৮. ছাতক রেলওয়ের কনক্রিট ফ্যাক্টরি পুনরায় চালু।
৯. ছাতক-দোয়ারা হয়ে সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত নতুন রেললাইন স্থাপন।

নেতৃবৃন্দ দাবি করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক স্বার্থের কারণে বন্ধ থাকা ছাতক-সিলেট রেলপথ প্রকল্প যেন বর্তমান সরকারের আমলে আর বাধাগ্রস্ত না হয়। এছাড়াও জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়।

জনস্বার্থে এই দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোরালো অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: