সর্বশেষ আপডেট : ৬ মিনিট ৩৯ সেকেন্ড আগে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ক্যাব’র নিরাপদ খাদ্য উৎসব ও রেসিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) ও ওয়েল্টহাঙ্গারহিলফি-বাংলাদেশ এর যৌথ সহযোগিতায় নিরাপদ খাদ্য উৎসব ও রেসিপি প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী’র সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা হ্যাপী বেগম।

ক্যাব’র এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ একরামুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. হাসনাইন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ক্যাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, প্রচার সম্পাদক সাংবাদিক মো. দুলাল হোসেন, সদস্য সাংবাদিক ইকবাল কবির, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, নুরুল হোসেন, এফআইভিডিবি’র কর্মকর্তা সুলতান মাহমুদ। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষিকা কুমকুম হাজেরা মারুফা, হাসনাত জাহান ও ফরহাত আরা বেগম। দিনব্যাপী উৎসব ও প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষিকা হ্যাপী বেগম বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। অনিরাপদ খাদ্য গ্রহণে অনেক সময় মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকির সৃষ্টি হয়। এজন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে সচেতন হতে হবে। সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবাইকে সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালাতে হবে। তবেই আমরা নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারবো। তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের নাগরিকদের ভোক্তা অধিকার নিশ্চিতের লক্ষ্যে ক্যাব’র কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ক্যাব’র এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: