cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নেয়া হচ্ছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই কথা বলেন।
অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারও একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
বর্তমান সময়কে একটি সুযোগ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, দুর্নীতি মোকাবিলা, সৌরবিদ্যুতে পরিবর্তন এবং সুন্দরবনের ম্যানগ্রোভ বন এবং আশেপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা কামনা করেন।
ড. ইউনূস বাংলাদেশের পূর্বাঞ্চলের জনগণের উন্নয়নে চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনার জন্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্টের সহায়তা কামনা করেন। তিনি বলেন, চট্টগ্রামের বৃহত্তম বন্দরের উন্নয়ন হলে পূর্ব ভারত ও মিয়ানমারের জন্যও উপকার হবে।
ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন।
নিকোলা বিয়ার বলেন, আমরা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি। এসব ক্ষেত্রে সহায়তার জন্য ইইউর প্রযুক্তিগত দক্ষতা আছে।