cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তাকিয়া তাসনিম নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
রোববার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের তারামন বিবি হলে নিজ কক্ষে আত্মহত্যা করেন তিনি। তাকিয়া বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। তিনি তারামন বিবি হলের সপ্তম তলার ৭০০৫ নম্বর কক্ষে থাকতেন।
তাকিয়ার সহপাঠীদের বরাতে জানা গেছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন তাকিয়া। তৎক্ষণাৎ প্রেমিক সাব্বির মেয়েটির বান্ধবীদের ফোন করে বিষয়টি জানান। বান্ধবীরা গিয়ে তাকিয়ার কক্ষের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় তারা দরজা ভাঙতেও চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরবর্তীতে দরজা ভাঙতে পারলেও তাকিয়াকে জীবিত উদ্ধার করা যায়নি; বরং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক হলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকিয়াকে মৃত ঘোষণা করেন।
তবে তাকিয়া উক্ত হলের আবাসিক শিক্ষার্থী হলেও হলে তিনি নিয়মিত হলে থাকতেন না। তিনি সাভারে তার মামার বাসায় থাকতেন। গতকালকেই (শনিবার) তিনি হলে এসেছেন বলে জানিয়েছেন পাশের কক্ষের শিক্ষার্থীরা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ওই ছাত্রীর মরদেহ বর্তমানে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।