সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

প্রশাসনে আসছে আরও পদোন্নতি, ডিসি নিয়োগে হচ্ছে ফিটলিস্ট

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রশাসনে আরেক দফা পদোন্নতি ও রদবদলের আভাস দিয়ে জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, ডিসি নিয়োগে আরেকটি ফিটলিস্ট হচ্ছে। এটা সরকারের সিদ্ধান্ত; যদিও আগে যাদের নিয়োগ দেয়া হয়েছিল তারা অলমোস্ট ভালোই করছে।

রোববার (২৪ নভেম্বর) সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে সরকারের পরিকল্পনা জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোখলেস উর রহমান বলেন, জনপ্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে আবারও তাড়াতাড়ি পদোন্নতি দেওয়ার প্রস্তুতি চলছে। বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন, তাদের মধ্যে যাদের চাকরির বয়স শেষ পর্যায়ে, ১৫ দিন একমাস রয়েছে; তাদের গ্রেড-১ (সচিব পদমর্যাদা) দেয়া হবে। এসব কাজের জন্য নতুন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এসএসবি পুনর্গঠন করা হচ্ছে।

অন্যান্য ক্যাডারে পদোন্নতি নিয়েও কাজ চলছে জানিয়ে সচিব বলেন, ডিএস টু জয়েন্ট সেক্রেটারির শর্টলিস্ট খুব তাড়াতাড়ি শুরু হবে। নুতন ডিসি ফিটলিস্ট করা শুরু হবে। গতবার যেমন তাড়াহুড়া করা হয়েছিল; ফলে কিছু ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে। আগের নিয়োগ নিয়ে আপনারা যে যাই বলুন না কেন, মাঠের অবস্থা কিন্তু ভালো। তারপরও সরকারের সিদ্ধান্ত হচ্ছে আবার ফিটলিস্ট হবে। দল বেঁধে নতুন করে দাবি করার কিছু নেই। যে বিষয়গুলো ইতোমধ্যে চিহ্নিত, সে বিষয়গুলো স্বচ্ছতার সঙ্গে, বিধি মোতাবেক যার যতটুকু প্রাপ্য, সেগুলো যাতে পান, সে জন্য তারা কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: