সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ এর ‘ডিজিটাল বুথ’ উদ্বোধন

পূবালী ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা প্রমাণ করে দিয়েছে
তাঁদের পক্ষে সব সম্ভব—মনির উদ্দিন আহমদ

দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান অস্তিতিশীল পরিস্তিতির প্রতি ইংগিত করে প্রবীণ শিক্ষানুরাগী ও পূবালী ব্যাংক পিএলসি’র সম্মানিত পরিচালক মনির উদ্দিন আহমদ বলেছেন, পূবালী ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা প্রমাণ করে দিয়েছে তাঁদের পক্ষে সব সম্ভব। ব্যাংকিং খাতে এতো নেতিবাচক সংবাদের ভিড়ে পূবালী ব্যাংক নিজের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। তিনি মানি মার্কেটে ব্যাংকের ঈর্ষনীয় সাফল্যের ধারাবাহিকতা ক্যাপিটাল মার্কেটেও অব্যহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

মনির উদ্দিন আহমদ রোববার (১০ নভেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ আরএন টাওয়ারের ৫ম তলায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ‘ডিজিটাল বুথ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান-এর সভাপতিত্বে ও পূবালী ব্যাংক পিএলসি, সিলেট মহিলা কলেজ ইসলামী শাখার ব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক নাদির আহমদ, সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক নাদির আহমদ সিলেটের গ্রাহকবৃন্দকে এই ডিজিটাল বুথের সেবা গ্রহণের আহবান জানিয়ে বলেন, দেশব্যাপী আরও তিনটি পূবালী সিকিউরিটিজ বুথে বিগত প্রায় ১৪ বছর ধরে গ্রাহকরা সর্বোত্তম সেবা পেয়ে আসছেন। তিনি সিলেটে সিকিউরিটিজের ৪র্থ ডিজিটেল বুথেও এর ব্যতিক্রম হবেনা বলে আশা প্রকাশ করেন।

পূবালী ব্যাংক সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান উল্লাহ জানান, অন্যান্য বুথের ন্যায় সিলেটের বুথেও থাকবে নূন্যতম খরচে বিও হিসাব পরিচালনার সুযোগ। এছাড়া, মোবাইল আ্যপসের মাধ্যমে ঘরে বসে হিসাব খোলা, মার্জিন লোন সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ‘স্ট্যান্ডিং ইন্সট্রাকশন’ পরিপালন, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদানসহ নানা সুবিধা পাবেন এখানকার গ্রাহকরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো. হায়াতুল ইসলাম আকঞ্জি, পূবালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জহির উদ্দনি আহমদ, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চমাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মুশাহিদ উল্লাহ, ব্যবসায়ী মো. আবুল কালাম, মো. ফয়সল আহমদ, এহেতেশাম আহমদ চৌধুরী, সিলেটে নব প্রতিষ্ঠিত ‘ডিজিটাল বুথ’র ইনচার্জ মো. শহিদুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, ‘ডিজিটাল বুথ’র কর্মকর্তা আরাফাত বিন হোসেন। উদ্বোধনী আলোচনার পর প্রধান অতিথি পূবালী ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে ফিতা কেটে বর্ণিল সাজে সজ্জিত ‘ডিজিটাল বুথ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: