সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মাধবপুরে ছাগল ভেড়ার টিকা ক্যাম্পেইন

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল-ভেড়ার বিনামূল্যে ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম ক্যাম্পেইন শুরু হয়েছে।

বুধবার (৩,অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামে ও চা বাগানে সংলগ্ন এই পিপিআর টিকাদানের কার্যক্রম শুরু করা হয়।

মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, মাধবপুরে ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পিপিআর ভ্যাক্সিনের ১৬ হাজার ছাগল-ভেড়াকে টিকা প্রদান হবে। এই ভাইরাসজনিত পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও সর্দি কাশি হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় প্রত্যেকটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। উপজেলার ১১ টি ইউনিয়ন,ও পৌরসভা প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিংয়ের মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেওয়া হবে।

টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন হবিগন্জ জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল কাদের। উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. মোঃ আব্দুস ছামাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মাধবপুর, ডা: মিঠুন সরকার।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবদুল কাদের বলেন, ছাগলকে গরীবের গাভী বলা হয়। ছাগল-ভেড়া পালনকে লাভজনক ও রপ্তানিমুখী করতে হলে বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল করতে হবে। তাই ভ্যাক্সিনেশনের কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: