সর্বশেষ আপডেট : ১০ মিনিট ১৫ সেকেন্ড আগে
শুক্রবার, ২০ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পিএসসির প্রশ্ন ফাঁস: বড় দুর্নীতিবাজদের খুঁজছে সিআইডি

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের কুশীলবদের খুঁজছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১২ বছরে পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীসহ তাঁদের অনুগত শতাধিক সদস্যের মাধ্যমে বড় কর্মকর্তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ১৭ জনের মধ্যে অন্যতম আবেদ আলীকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে সিআইডি। আবেদ আলী পিএসসির অনেক শীর্ষ কর্মকর্তার নাম বলেছেন, তাঁদের সম্পর্কে এরই মধ্যে খোঁজ নেওয়া শুরু হয়েছে।

প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ১৭ জনের সবাই তাঁদের দায় স্বীকার করেছেন জানিয়ে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদকারী সিআইডি কর্মকর্তা বলেন, গত ৫ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত বাংলাদেশ রেলওয়ে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন-ক্যাডার) পদের নিয়োগ পরীক্ষার জন্য নিয়োগপ্রার্থী পরীক্ষার্থীদের কাছ থেকে দুই কোটি টাকা পর্যন্ত তাঁরা সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছেন।

আবেদ আলীর বাইরে চক্রটির আরেক হোতা বিপিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম জিজ্ঞাসাবাদে বলেন, ‘বিপিএসসির উপপরিচালক (বর্তমানে গ্রেপ্তার) আবু জাফরের মাধ্যমে দুই কোটি টাকার বিনিময়ে গত ৫ জুলাই রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়। তিনি বড় কর্মকর্তাদের ট্রাংক থেকে পরীক্ষার আগের দিন আমাকে প্রশ্ন সরবরাহ করেন।’

জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদুর রহমান গতকাল কালের কণ্ঠকে জানান, মামলায় এজাহারভুক্ত ১৪ জনসহ সন্দেহভাজন অন্তত ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করতে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চলছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরো ১১ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আবেদ আলী ছাড়াও পিএসসির ছয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের ঘটনায় সামনে থেকে জড়িত থাকার তথ্য বেশি পাওয়া যাচ্ছে। অন্যরা হলেন উপপরিচালক মো. আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় ও অফিস সহায়ক খলিলুর রহমান।

সিআইডি তাঁদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই তাঁরা প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, কারাগারে থাকা ১১ জনের মধ্যে ছয় আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানির জন্য ১৬ জুলাই দিন ধার্য করেন।

জড়িত অভিযোগে আওয়ামী লীগ নেতা বহিষ্কার

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: