সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গুগল ম্যাপ দেখে গাড়ি নিয়ে পানিতে ডুবলেন চার পর্যটক

ডেইলি সিলেট ডেস্ক ::

অচেনা পথ বা ঠিকানা চিনতে গুগল ম্যাপের সহযোগিতা অনেকে নিয়ে থাকেন। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। গুগল ম্যাপের সাহায্য নিয়ে পথ চলতে গিয়ে গাড়ি নিয়ে পানিতে ডুবেছেন চার পর্যটক। শনিবার (২৫ মে) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি নিয়ে ডুবলেও অক্ষত অবস্থায় ওই চার পর্যটক বের হয়ে আসতে পেরেছেন। তবে তাদের গাড়ি পানিতে ডুবে গেছে। বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার (২৪ মে) রাতে ওই চার পর্যটক দক্ষিণ কেরালার আলাপ্পুঝায় যাচ্ছিলেন। তারা যে পথ দিয়ে যাচ্ছিলেন তা অতিবৃষ্টির কারণে পুরোপুরি ডুবে গিয়েছিল। ফলে রাস্তার ওপর দিয়ে পানির তীব্র স্রোত প্রবাহিত হচ্ছিল।

অচেনা জায়গা আর বৃষ্টিতে রাস্তা ডুবে যাওয়ায় বিপাকে পড়েন ওই পর্যটকেরা। ফলে গুগল ম্যাপ দেখে পথ চলছিলেন তারা। আর তাতেই ঘটে বিপত্তি। গভীর পানিতে গিয়ে পড়েন তারা।

কাদুথুরুথি থানার এক কর্মকর্তা জানান, টহল পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই চার পর্যটককে উদ্ধার করা হয়েছে। তারা অক্ষত আছেন। তবে তাদের গাড়ি পানিতে তলিয়ে গেছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

গুগল ম্যাপ দেখে পথ চলতে গিয়ে এমন দুঘটনার খবর এটি প্রথম নয়। এর আগে গত বছরের অক্টোবরে কেরালাতে দুই তরুণ চিকিৎসক নিহত হয়েছিলেন। তারা গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে নদীতে পড়ে যান। এরপর বর্ষাকালে এ ধরনের প্রযুক্তি ব্যবহারে সতর্কতা জারি করে কেরালা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: