cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
তীব্র তাপপ্রবাহে কিশোরগঞ্জের হোসেনপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে তীব্র তাপপ্রবাহে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার পর অভিভাবকদের ডেকে শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়। এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর স্কুল ছুটি দিয়ে দেয়া হয়।
হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, স্কুলের ২৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অভিভাবকদের ডেকে বাকি শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়। অসুস্থদের বেশিরভাগই দোতলায় ক্লাস করছিল। অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্কুল ছুটি দেয়া হয়েছে।
হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। ২৪ জন বর্তমানে সুস্থ আছে। আর ৯ বছর বসয়ী এক শিক্ষার্থী পেটে হালকা ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলো। বর্তমানে সে সুস্থ রয়েছে।
খবর পেয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম স্কুল পরিদর্শন করেছেন।
নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।