সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঢাবিতে ছাত্রলীগের হামলায় নারী শিক্ষার্থীসহ ৩০ জন আহত

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। একদিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা তিনজন গুরুতর আহতসহ ও মোট ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের মধ্যে ১০ জনের বেশি নারী শিক্ষার্থী ও সাংবাদিক রয়েছেন।

ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় মল চত্ত্বর, বিজনেস স্ট্যাডিজ বিভাগ ও হলপাড়া পুরো রণক্ষেত্র হয়ে ওঠে।

তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় এ ঘটনা ঘটে। আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ পেয়ে কয়েক হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্য থেকে হল পাড়ায় অবস্থান নেয়।

ঢাবিতে ছাত্রলীগ-আন্দোলনকারী মুখোমুখি, ইট-পাটকেল নিক্ষেপঢাবিতে ছাত্রলীগ-আন্দোলনকারী মুখোমুখি, ইট-পাটকেল নিক্ষেপ
ছাত্রলীগের নেতাকর্মীরা হলে অবস্থান করে সেখান থেকে হুঙ্কার দেয় আর ইট মারতে দেখা যায়। আর অন্যদিকে শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্যে ইট পাটকেল মারতে থাকে।

সরেজমিনে দেখা যায়, বিজনেস স্ট্যাডিজের সামনে ধাওয়া পাল্টা পাল্টা ধাওয়া শুরু হলে তিনজন গুরুতর আহত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বাঁশ রোড আর ইট দিয়ে কয়েকজনকে শিক্ষার্থীকে প্রচণ্ড মারধর করেছে। এদের মধ্যে কয়েকজন নারী শিক্ষার্থী রাস্তায় পড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে নেতাকর্মীদের নিয়ে এসেছে। হেলমেট পড়ে দেশীয় অস্ত্র, হকস্টিক, লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে প্রায় ৩০ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: