সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ১৮ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জিরো ট্যাক্স রিটার্ন কি? অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করবেন যেভাবে

মোসা. তাসনিম জেরিন ::

আয়কর আইন ২০২৩ অনুযায়ী, প্রত্যেক টিন (TIN) সার্টিফিকেটধারীর জন্যে আয়কর জমা দেওয়া আবশ্যক। তবে যাদের বাৎসরিক আয় ৩,৫০,০০০ টাকার অনুর্ধ্বে তাদের জন্য শুধু আয়-ব্যয়ের হিসাব দেখানোর জন্য সরকারের জিরো ট্যাক্স রিটার্ন ব্যাবস্থা চালু রয়েছে।

সহজভাবে বলা যায়, যদি কোনো ব্যাক্তির বাৎসরিক আয় (পুরুষ ৩,৫০,০০০; মহিলা ৪,০০,০০০) টাকার নিচে হয় তবে তাকে কোনো প্রকার ট্যাক্স পরিশোধ করার দরকার নেই। এক্ষেত্রে কেবল সরকারকে বৈধ উপায়ে বার্ষিক আয়-ব্যায়ের হিসাব দেখানোর পদ্ধতিকেই জিরো ট্যাক্স রিটার্ন বলে।

বর্তমানে কোনো রকমের ঝামেলা ছাড়াই সহজে অনলাইনে জির ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যায়।

অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করবেন যেভাবে

ধাপ-১: eReturn এ রেজিস্ট্রেশন

১। প্রথমে etaxnbr.gov.bd ভিজিট করে e-Return ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।

২। TIN নম্বর, মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করুন।

বি.দ্র. এখানে অবশ্যই জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না।

৩। মোবাইল নম্বরে OTP কোড যাবে, কোডটি ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করে সাবমিট অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।

ধাপ-২: সাইন ইন করার নিয়ম

একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ব্যবহৃত টিন (TIN) নম্বর ও Password ব্যবহার করে যেকোনো সময় সাইন-ইন করা যাবে

ধাপ-৩: Assessment Information and Head of Income Return scheme

* Universal self-assessment year: সাধারণত পূর্ববর্তী বছরের রিটার্ন (১ জুলাই ২০২৩-৩০ জুন ২০২৪) চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হয়। সে অনুযায়ী Assessment Year হবে।

* Income year : Assessment Year অনুযায়ী হবে।

* Head of income: এখানে উল্লেখিত আয়ের উৎসগুলো থেকে আপনার আয়ের উৎস বাছাই করে দিতে হবে ।অথবা এর বাইরে কোন আয়ের উৎস হলে Any income from the following source থেকে বাছাই করতে হবে।

ধাপ-৪: Income Information (আয়ের তথ্য)

আয়ের উৎসের বিস্তারিত তথ্য অপশন অনুযায়ী বাছাই করুন।

ধাপ-৫: IT10B Requirement

এটি মূলত সম্পদের বিবরণী ফর্ম। যাদের সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম তাদের ক্ষেত্রে ফর্ম পূরণ করা বাধ্যতামূলক নয়।

ধাপ-৬: Income Details

এখানে আয়ের উৎসের বিস্তারিত তথ্যাবলী দিতে হবে। ধরুন আপনি চাকরিজীবী হলে আপনার employment name, designation, office name ইত্যাদি পূরণ করতে হবে।

ধাপ-৭: Income Summary

এখানে আপনার বাৎসরিক আয়ের পরিমাণ ও income details অনুযায়ী অটো ক্যালকুলেট হয়ে যাবে।

ধাপ-৮: Rebate (ছাড়)

লাইফ ইন্সুরেন্স অথবা ডিপিএস থাকলে তবে তা উল্লেখ করতে হবে

ধাপ-৯: Expenditure (ব্যয়ের তথ্য)

যদি মোট সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম হয় তবে এটি পূরণ না করলেও চলবে।

ধাপ-১০: Assets and Liabilities

এখানে business property agriculture party and non-agriculture property থাকলে তা উল্লেখ করতে হবে।

ধাপ-১১: Financial Assets

আর্থিক সম্পদ যেমন: FDR, DPS থাকলে তা উল্লেখ করতে হবে।

ধাপ-১২: Tax and Payment

Source tax ও Advance Tax এইখানে দেখানো হয়। যদি আগে কোনো Advance Tax দেওয়া থাকে তবে তা স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে। যদি অবশেষে Payable Amount শুন্য আসে অর্থাৎ Zero Return হলে Proceed to Online Return-এ ক্লিক করে View Return থেকে যাবতীয় তথ্যাদি চেক করে নেওয়া যাবে। পরবর্তীতে Submit Return-এ ক্লিক করলে অনলাইনে সাবমিশন সম্পন্ন হয়ে যাবে। রিটার্ন সাবমিশনের প্রমাণস্বরূপ Acknowledgement Receipt ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।

 

 

মোসা. তাসনিম জেরিন

ডিপার্টমের্ন্ট অফ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস
তথ্য সংগ্রহ: আয়কর সহায়িকা

 

 

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: