cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
এবছর কাঁচখেলা নাট্য সম্মাননা পাচ্ছেন আট অভিনেত্রী। তারা হলেন, মোমেনা চৌধুরী (শূন্যন রেপার্টরি থিয়েটার), রোজী সিদ্দিকী (ঢাকা থিয়েটার), নাজনীন হাসান চুমকি (দেশ নাটক), জুয়েনা শবনম (স্বপ্নদল), শামসি আরা সায়েকা (পদাতিক নাট্য সংসদ-টিএসসি), হাসিনা সাফিনা বানু উর্মি (সপ্তর্ষি থিয়েটার), সৈয়দা নওশীন ইসলাম দিশা (ব্যতিক্রম নাট্যগোষ্ঠী) ও তনিমা হামিদ (নাট্যচক্র)।
প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার আয়োজন করতে যাচ্ছে ‘তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননা ২০২৪’।
এ বিষয়ে কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী অভিনেতা সায়েম সামাদ জানান, ৮ মার্চ সন্ধ্যা ৬টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ওই দিন সম্মানিত করা হবে আট অভিনেত্রীকে।
তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী অভিনেত্রীদের হাতে সম্মাননা তুলে দেবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী তারানা হালিম, কথাসাহিত্যিক আফরোজা পারভীন, অভিনেত্রী ফালগুনী হামিদ ও সিটিগ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী।
৮ মার্চ তিন দিনব্যাপী এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ডলি জহুর। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে থাকছে মঞ্চনাটকের প্রদর্শনী। ৮ মার্চ হবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। রচনা মোহন রাকেশ, রূপান্তর অংশুমান ভৌমিক, নির্দেশনা অলোক বসু। ৯ মার্চ প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’। রচনা মহেশ দাত্তানি, অনুবাদ শহীদুল মামুন, রূপান্তর ও নির্দেশনা আজাদ আবুল কালাম। ১০ মার্চ উৎসবের শেষ দিনে থাকছে অনুস্বরের ‘হার্মাসিস ক্লিওপেট্রা’। রচনা রাহমান চৌধুরী, নির্দেশনা মোহাম্মদ বারী।