সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দুই সহস্রাধিক হকারের দখলে নগরীর ফুটপাত

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেট নগরীতে ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এদের নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিলেও পরবর্তীতে তা ভেস্তে যায়। সদ্য প্রাক্তণ সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরই কঠোর ছিলেন হকারদের বিরুদ্ধে। হকারদের কাছে আরিফ ছিলেন মূর্তিমান আতংক। অন্যদিকে হকারদের পুনর্বাসনেরও উদ্যোগ নিয়েছিলেন তিনি। নগর ভবনের পিছনে লালদিঘীরপাড় হকার মার্কেটকে ‘হলিডে মার্কেট’ করে দিয়েছিলেন। কার্যত সফলতা পায়নি তার এই উদ্যোগ। সেখানে বসাতে পারেননি হকারদের। নানা অজুহাতে পুনরায় সড়কে ছড়িয়ে পড়ে তারা। এবার হকার নিয়ন্ত্রণের নতুন মিশনে নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সেই লালদিঘীরপাড় হকার মার্কেটটিকে আরো আধুনিকায়ন করে হকারদের পুনর্বাসন করতে কাজ শুরু করেছেন। রমজানের আগেই তাদের নতুন মার্কেটে বসাতে চান মেয়র। অনেক ব্যবসায়ীর প্রশ্ন, নতুন মেয়রের হকার পুনর্বাসনের এই উদ্যোগ কতদিন টিকবে, নাকি আগের মত অদৃশ্য ঠেকে যাবে মাঝপথে!

নগর ভবন সূত্র জানায়, সর্বশেষ বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আগামী রমজান মাসের আগে সিলেট নগরীকে হকারমুক্ত করার ঘোষণা দিয়ে কাজ শুরু করেছেন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে নগর ভবন হকার নেতাদের সহায়তা নিয়ে ফের হকারদের তালিকা করেছে। এই তালিকায় আরও ৪শ’ হকার বেড়েছে। সবমিলিয়ে এখন দুই হাজার হকারকে পুনর্বাসন করতে হবে সিলেট সিটি কর্পোরেশনকে।

সিলেট নগর হকার ঐক্য পরিষদের সভাপতি আব্দুল রকিব জানান, দিন দিন হকার বাড়ছে। কিছু হকার পেশা বদল করেছে, কেউ বিদেশে চলে গেছে। তাই আমরা পুরনো তালিকা হালনাগাদ করছি। একই সাথে পূর্বের তালিকার সঙ্গে নতুন আরও ৪শ’ হকার যোগ হচ্ছে। মেয়রের নির্দেশে এই হালনাগাদ তালিকা তৈরী হচ্ছে। লালদিঘীরপাড় হকার মার্কেটের মাঠে সবার স্থান হয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা। এর বাইরে আর কোন হকারকে ফুটপাতে বসতে দেয়া হবে না বলে এই হকার নেতা দাবি করেন।

এদিকে, হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘীরপারস্থ অস্থায়ী মার্কেট নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিসিকের নতুন মেয়র। তিনি বলেন, আসন্ন রমজানের আগেই নগরীর ভ্রাম্যমাণ হকারদের অস্থায়ী মার্কেটে পুনর্বাসন করা হবে। এর আগে একাধিকবার হকারদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হলেও কার্যত কোন কাজে আসেনি। আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ সমস্যার সমাধানের জন্য প্রতিজ্ঞা করেছিলাম। আশা করছি, হকারদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করে নগরবাসীকে যানজট ও ফুটপাতমুক্ত শহর উপহার দিতে পারবো।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আরো জানান, শেড নির্মাণসহ মার্কেটের সংস্কারের জন্য ১০টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ বন্টন করে দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে এবং সিলেটবাসীর দুর্ভোগ লাঘব হবে। একটি সুন্দর শহর নির্মাণ করতে সবার আগে নগরবাসীর সহযোগিতার প্রয়োজন। তাদেরকে নিয়েই আমি একটি ‘গ্রিণ, ক্লিন, স্মার্ট সিলেট’ নির্মাণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: