cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি রাইসমিল ও কয়লার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
রোববার রাত ২টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী আউয়াল মিয়ার সুরমা রাইসমিল ও কয়লা মিলে গভীররাতে আগুণের লেখিহান শিখা দেখে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্ঠা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষণে মিল দুটির বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মিল মালিক আউয়াল মিয়া বলেন, মিল দুটির সব কিছু পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম নাহিদ বলেন, তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলেও তাঁরা দেড় ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছেন। যেখানে স্টেশন থেকে রানীগঞ্জে আসতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট।
আরেক ব্যবসায়ী গোলাম সারোয়ার বলেন, দুর্ঘটনা এড়াতে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে আগুন নির্বাপক যন্ত্র (গ্যাসের বোতল) ব্যবসায়ীদের নিকট বিক্রি করা হয়েছে।কিন্তু অগ্নিকাণ্ডের সময় বাজারের দোকান গুলোতে থাকা একটি বোতলও কাজ করেনি। সবগুলো নিস্খিয় হয়ে পড়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মুরশেদ আলম বলেন, অগ্নিনির্বাপক যন্ত্রে আমাদের ষ্টেশন থেকে বিক্রি করা হয়নি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়নন্ত্রে আনতে সক্ষম হয়েছি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।