সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে সবজি বাজারে লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি তবুও নেই স্বস্তি

ডেইলি সিলেট ডেস্ক ::

শীতকালীন শাকসবজির ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও সিলেটের বাজারে কমেনি দাম। গত বছরের পুরোটা সময়-ই চড়া ছিল সবজির ‌‌দাম। নতুন বছরের শুরুতেও সেই উত্তাপ কমেনি। ভরা মৌসুমেও সবজির দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ। ফলে বাজারে গিয়ে অনেককেই হিমশিম খেতে হচ্ছে।

যদিও ব্যবসায়ীরা বলছেন, এবার কৃষকের কাছ থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। এছাড়া আলুর দাম না কমায় অন্য সবজির উপর তার প্রভাব পড়ছে। যার কারণে সবজির দাম কমছে না।

তবে বাজার ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। পাইকারি বাজার থেকে খুচরায় পৌঁছাতে হাত বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে দামও। এক হাত থেকে অন্য হাতে গেলে কেজিতে অন্তত ২০ থেকে ৩০ টাকা দাম বাড়ে। আর এক বাজার থেকে অন্য বাজার হয়ে ভোক্তা পর্যায়ে গেলে দাম বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণে।

সবজি বাজারে এমন অস্থিতিশীলতা বিরাজ করলেও নিরব দর্শকের ভূমিকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্তারা। সবজির বাজারে কোনো অভিযান পরিচালনা করা হয় না, শুধু মনিটরিং করা হয় বলে জানিয়েছেন ভোক্তার উপপরিচালক মো. ফখরুল ইসলাম।

তিনি বলেন, ‘সবজি বাজারে অভিযান পরিচালনা করা হয় না শুধু মনিটরিং করা হয়। ছোট ব্যবসায়ীদের জরিমানা করা হয় না। তবে এখন থেকে লোক পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে। প্রয়োজনে অভিযান পরিচালনা করা হবে।’

এদিকে, রমজানকে সামনে রেখে কিছু কিছু সবজির দাম ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। টমেটো গত সপ্তাহে পাইকারি বাজারে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে পাইকারি বাজারে দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৭ থেকে ৩৮ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, রোজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টমেটো, গাজরসহ কিছু সবজির দাম বেড়ে যাবে।

হাত বদলের সাথে দাম বাড়ে
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর সোবহানীঘাট পাইকারি বাজারে প্রতিকেজি আলু বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৫ টাকায়। এছাড়া কাঁচা মরিচ প্রতিকেজি ৪৫, শিম ৩৫ থেকে ৪০, ফুলকপি ২০, বাধাকপি ১৫, করলা ৪০, বেগুন ৪০, টমেটো ৩৫, গাঁজর ২৫, পুঁইশাক ২০, শালগম ৩০, মুলা ১৫, মিস্টি আলু ৪০ টাকায় বিক্রি হয়।

সোবহানীঘাট থেকে এক কিলোমিটার দূরে বন্দরবাজারে প্রতিকেজি কাঁচা মরিচের দাম ছিল ৮০ টাকা। এছাড়া শিম ৬০, ফুলকপি ৪০, বাধাকপি ৩০ থেকে ৩৫, আলু ৪০ থেকে ৪৫, টমেটো ৫০ থেকে ৬০, গাজর ৪০, করলা ৮০, বেগুন ৭০ টাকায় বিক্রি হয়।

এছাড়া বন্দরবাজার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে রিকাবীবাজারের চিত্র আরও ভয়াবহ। সেখানে দ্বিগুণের চেয়ে বেশি দামে বিক্রি হয় সবজি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রিকাবীবাজারে প্রতিকেজি কাঁচা মরিচ ১০০, করলা ১০০ ও প্রতিকেজি গাজর ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া এ বাজারে প্রতিকেজি শিমের দাম ৬০, ফুলকপি ৫০, বাধাকপি ৩৫ থেকে ৪০, আলু ৫০, টমেটো ৬০, বেগুন ৬০, মুলা ৬০ ও প্রতিপিস লাউ ৮০ টাকায় বিক্রি হয়।

এই বাজার ছাড়াও সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকার ভেতরে ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের দ্বিগুণের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রিকাবীবাজারের এক সবজি বিক্রেতা বলেন, প্রতিটি সবজির থালা হিসেবে চাঁদা দিতে হয়। এতে আমাদের লাভ খুব কম হয়। ক্ষতি পুষিয়ে নিতে বাধ্য হয়ে অতিরিক্ত দামে সবজি বিক্রি করতে হয়।

সোবহানীঘাট কাঁচাবাজারের পাশে ভ্যানে সবজি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন মোসলেম উদ্দিন। তিনি বলেন, ২০ কেজি সবজি কিনলে ৩-৪ কেজি পঁচা ও নষ্ট থাকে। এগুলো পুষিয়ে নিতে হয়। পাইকারি বাজারে দাম কমলে আমরাও কম দামে সবজি বিক্রি করি।

সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে সোবহানীঘাট কাঁচাবাজারে সবজি বিক্রি করতে আসা ছায়েদ মিয়া বলেন, এবার আলুর দাম না কমায় অন্য সবজির উপর প্রভাব পড়ছে। আগে মানুষ সস্তায় আলু কিনতে পারছে। এবার আলুর দাম চড়া হওয়ায় অন্য সবজির উপর চাপ পড়ছে। যার কারণে কোনো সবজির দাম কমছে না। আলু সস্তা হলে এগুলোর দামও কমবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মো. ফখরুল ইসলাম বলেন, ‘রিকাবীবাজারে বেশি দামে সবজি বিক্রি হয় সেটা আমরাও জানি। কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে-তারা টুকেরবাজার থেকে সবজি এনে বিক্রি করে। লোকাল সবজি হওয়ায় দাম একটু বেশি।’

লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি
চলতি বছর সিলেটে শীতকালীন সবজি আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এছাড়া সিলেটে যেসব ফসল বছর দু’য়েক আগেও নামেমাত্র উৎপাদন হতো, এবছর সেসব ফসলেরও বাম্পার ফলন হয়েছে। তবুও বাজারে অস্বস্তি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে সিলেট জেলায় শাকসবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪১ হাজার ৫২০ হেক্টর আর আবাদ হয়েছে ৫৪ হাজার ২৭৩ হেক্টরে। এবছর সিলেটে আলু উৎপাদন হয়েছে ১ হাজার ২৯৩ হেক্টর, গম ২৭৬ হেক্টর, ভুট্টা ৬৫২ হেক্টর ও মিষ্টি আলু ১৬৩ হেক্টর জমিতে।

এছাড়াও সিলেট মেট্রোপলিটনসহ ১৩ উপজেলায় এ অর্থবছরে সরিষার ফলন হয়েছে ৬ হাজার ৬১৩ হেক্টর, বাদাম ১২১ হেক্টর, মসুর ডাল ২১ হেক্টর, মাসকলাই ৬৪৯ হেক্টর, খেসারি ৭ হেক্টর, মটরডাল ৯ হেক্টর, মুগডাল ২১ হেক্টর, পেঁয়াজ ৪৩৪ হেক্টর, রসুন ১৬৩ হেক্টর, ধনিয়া ২২৬০ হেক্টর, মরিচ ২,০০৮ হেক্টর, তিল ৬৪ হেক্টর, তরমুজ ৪০২ হেক্টর, আখ ২১ হেক্টর, তিসি ১৫ হেক্টর, সূর্যমুখী ৩৭৫ হেক্টর ও ছোলা ৮ হেক্টর জমিতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, এবার সিলেটে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। বিশেষ করে কিছু সবজি সিলেটে প্রত্যাশার চেয়েও বেশি উৎপাদন হয়েছে। শীতকালীন শাকসবজির সঙ্গে গম, ভুট্টা চাষেও কৃষকরা ঝুঁকছেন। আগামীতে এসব ফসল আরও গুরুত্ব দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: