সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মালিতে ফের স্বর্ণের খনিতে ধস, ৭৩ মরদেহ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আবারও স্বর্ণের খনি ধসে এখন পর্যন্ত ৭৩ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এএফপি ও রয়টার্স।

গত শুক্রবার (১৯ জানুয়ারি) মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে দুর্ঘটনাটি ঘটে।

খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, প্রথমে অনেক জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। ধসে পড়ে সুড়ঙ্গটি। এ সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন।

তিনি আরও জানান, তল্লাশি অভিযানে এখন পর্যন্ত ৭৩ মরদেহ উদ্ধার করেছি।

এর আগে গত মঙ্গলবার মালির খনিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনা ও কয়েকজন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে বিবৃতিতে নিহত শ্রমিকের সংখ্যা জানানো হয়নি।

খনি মন্ত্রণালয়ের কর্মকর্তা বে কুলিবলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, স্বর্ণ অনুসন্ধানকারীরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সুড়ঙ্গ খুঁড়ার কাজ করে। আমরা অনেকবার তাদের সতর্ক করেছি, কিন্তু সেগুলো বিফলে গেছে।

তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য খনি মন্ত্রণালয় কাঙ্গাবায় একটি মিশন পাঠানো হচ্ছে।

সেই সাথে মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: