cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
প্রথমবার নৌকা নিয়ে প্রার্থী হয়েই বাজিমাত করেন রহমত কন্যা রুমানা আলী টুসি (গাজীপুর-৩) । নির্বাচিত হওয়ার পর শ্রীপুর থেকে দাবি উঠেছিল টুসিকে মন্ত্রিসভায় স্থান দেয়ার। সে ধারায় মন্ত্রীসভার তালিকায় তার নাম নতুন করে বাজিমাতের উপলক্ষ্য হয়ে আসলো।
এর আগে টানা ৫ বার গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলী। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারের শেষ সময়ে রহমত আলীকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর তাকে ছাড়া এ পর্যন্ত শ্রীপুর থেকে মন্ত্রিসভায় ঠাঁই হয়নি কারও। মাত্র দুইবছর প্রতিমন্ত্রী থাকার সময় এলাকার ব্যাপক উন্নয়ন করেন।
শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যাপক মো. হাবিবুর রহমান মৃধা বলেন, ‘গাজীপুর-৩ আসন থেকে বাক্স ভরে ভোট দিয়ে রুমানা আলী টুসিকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রাণ ভরে ফেরত চাই। প্রধানমন্ত্রীর কাছে দাবি একটাই। আমরা টুসিকে মন্ত্রিসভায় চাই। তিনি আরও বলেন, ‘গাজীপুরের সাবেক সংসদ সদস্য প্রয়াত মো. রহমত আলীর মেয়ে টুসি।
গত সংসদে তিনি নারী কোটায় সংসদ সদস্য ছিলেন। উচ্চ শিক্ষিত টুসি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে শ্রীপুরের মানুষের মন জয় করেছেন। বাবার মতই তিনি সৎ ও নিষ্ঠাবান। তাকে মন্ত্রী করা হলে গাজীপুর মানুষ আরো ব্যাপক উন্নয়ন পাবে। শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল বুলবুল বলেন, এলাকার নারী নেতৃত্ব তৈরি ও ক্ষমতায়নে টুসির কাজ দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বহু বেকার যুবককে কর্মসংস্থন তৈরি করে দিয়েছেন। শ্রমিক-ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি মন্ত্রী হলে এলাকার উন্নয়ন হবে, মানুষ উপকৃত হবে।