cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
বাবা মারা গেছেন কয়েক মাস আগে। গত বুধবার মারা গেলেন মা। মায়ের মৃত্যুর খবর শুনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছেলে নিজেও। এমনি এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে আসেন মো. রেজাউল করিম (৪৩)। তিনি বিদেশ থেকে আসার কয়েক দিন পর মারা যান বাবা আবুল হাশেম। গতকাল বুধবার মারা যান তাঁর মা লায়লা বেগম (৭০)। মায়ের মৃত্যুর খবর শুনে গতকাল রাতে রেজাউলের মৃত্যু হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।
রেজাউলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বার্ধক্যজনিত রোগে রেজাউলের মাকে গতকাল বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। মুঠোফোনে মায়ের মৃত্যুর খবর পেয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রেজাউল। তাকে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরিয়মনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইসমাইল বলেন, মা-ছেলের মৃত্যুর খবরে এলাকার সবাই শোকাহত। রেজাউলের দুই মেয়ে আছে। আজ বৃহস্পতিবার মা ও ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।