cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
আপনি কি জানেন ভারতে সবচেয়ে ধনী ইউটিউবার কে? কত টাকার সম্পত্তি রয়েছে তার?
বর্তমানে ভারতে অমিত ভড়ানা, আশিস চাঁচলানি, অজয় নাগর, টেকনিক্যাল গুরুজি ওরফে গৌরব চৌধুরীর মতো ইউটিউবাররা সেরাদের কাতারে শীর্ষে। সবাই কোটি টাকা রোজগার করেন। সামাজিক মাধ্যমে সেলিব্রিটিও তারা। যদিও তাদেরকেও টেক্কা দিয়েছেন ভূবন বাম। যিনি ইউটিউবে বিবি ভাইনস নামেই পরিচিত। ১-২ কোটি নয়, বর্তমানে ১২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে এই যুবকের। বলিউডের নামজাদা স্টারদের সঙ্গে তার ওঠাবসা। জনপ্রিয় টিভি শোর আমন্ত্রিত অতিথি হিসেবেও দেখা যায় তাকে।
যদিও শুরুটা মোটেই সহজ ছিল না। জন্মসূত্রে গুজরাটি ভূবন মধ্যবিত্ত পরিবারের ছেলে। কাজের খোঁজে অল্প বয়সে দিল্লি চলে যান। গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন সফল হয়নি। ফলে রোজগারের বিকল্প উপায় খুঁজে নেন।
মজার ছলে ছোট ভিডিও, রিল বানাতেন। ঘরোয়া আড্ডায় জোকস শোনাতেন বন্ধুদের-আত্মীয়দের। শুরু করেন ইউটিউবে মজার কনটেন্ট বানানো। মূলত হাসির, মজার ভিডিও। নেটপাড়ায় সেই ভিডিওই সাড়া ফেলে দেয়। বাকিটা ইতিহাস। আজকে ভূবন বাম ওরফে বিবি ভাইনস ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার।