cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
আনুষ্ঠানিকভাবে মার্কিন এক নারীকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু ২৪ মিনিট পর ওই নারী জেগে ওঠেন! মৃত্যু থেকে ফিরে আসা ওই নারী শেয়ার করেছেন নিজের অভিজ্ঞতাও।
মার্কিন ওই নারী জানান, চেতনা হারিয়ে ফেলার পর তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছেন।
নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লেখক লরেন কানাডের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়। প্রায় আধা ঘণ্টা পর তিনি চেতনা ফিরে পান। ওই নারী বলেছেন, তিনি চেতনা ফিরে পাওয়ার পর গত সপ্তাহের সব স্মৃতি হারিয়ে ফেলেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ‘আস্ক মি এনিথিং’ লেখা পোস্ট করে এই বিষয়ে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের প্রশ্নের জবাবে নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ মুহূর্তের কথা তুলে ধরেছেন তিনি। চেতনা হারানোর পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দু’দিন কোমায় ছিলেন তিনি। পরে চেতনা ফিরে পান।
লরেন কানাডের বলেন, গত ফেব্রুয়ারিতে বাড়িতে হঠাৎ করে আমার হার্ট অ্যাটাক হয়। এরপর আমার স্বামী জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন এবং তিনিই আমাকে সিপিআর করা শুরু করেন। পরে হাসপাতালে নেয়া হলে আমাকে নয় দিন আইসিইউতে রাখা হয়।
ভয়াবহ এই ঘটনার অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন লরেন কানাডে। এতে তিনি লিখেন, চেতনা ফিরে পাওয়ার পর ৩০ মিনিটের বেশি সময় ধরে মৃগীরোগীদের মতো খিঁচুনি অনুভব করা সত্ত্বেও তার ইলেক্ট্রোএনসেফালোগ্রামে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করা হয়। তবে তা স্বাভাবিক আসে।
মার্কিন এই নারী সত্যিই ভাগ্যবান। কারণ এ ধরনের ঘটনায় অধিকাংশ মানুষই বাঁচে না।
নিউইয়র্ক পোস্ট বলেছে, মার্কিন এই নারী সত্যিই ভাগ্যবান। কারণ বেশিরভাগ মানুষই পুনরুজ্জীবিত হওয়ার পর বেশিদিন বাঁচেন না। ১৯৮২ থেকে ২০১৮ সালের মধ্যে এই ধরনের ৬৫টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে মাত্র ১৮ জন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরেছেন।