সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু, সিডিউল বিপর্যয়

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর তেজগাঁওয়ে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এক লাইন দিয়ে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে স্টেশনের আউটারের কাছে নাখালপাড়া এলাকায় আখাউড়া থেকে কমলাপুরমুখী তিতাস কমিউটার ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ বগি তিনটি লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫) রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে গিয়েছে। দুর্ঘটনার পরে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন এটি। প্রথমে মিটারগেজ লাইনের ট্রেনগুলো ছেড়ে যাবে। ২০টির মতো ট্রেন অপেক্ষমাণ।

ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেখা যায়, সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) বিকেল ৪ টা১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি স্টেশনেই ছিল। চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) বিকাল ৫টায় ছাড়ার কথা থাকলেও ছেড়ে যায়নি। ৫টা ২০ মিনিটে ছেড়ে যায়নি জয়দেবপুরগামী তুরাগ কমিউটারও (তুরাগ)।

আখাউড়াগামী তিতাস কমিউটার (৩৬) ট্রেনটি বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা দুর্ঘটনাস্থলেই পড়ে ছিল। টাঙ্গাইলগামী টাঙ্গাইল কমিউটার (১০৮) সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছাড়েনি।

এসব ট্রেন ছাড়ার পর আরও ২০টি ট্রেন স্টেশন ছাড়বে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: