cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ইসরায়েলি উগ্রপন্থী বসতি স্থাপনকারী (সেটেলার) ওপর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এই ভিসানীতি ঘোষণা কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিনকেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, আজ থেকে এ ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আওতায় পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন কাজে জড়িত বা তাদের পরিবার। তবে মার্কিন নীতি অনুযায়ী প্রকাশ্যে তাদের পরিচয় প্রকাশ করা হবে না।
ব্লিনকেন বলেছেন, পশ্চিম তীরে সহিংসতা বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বেসামরিকদের প্রয়োজনীয় পরিষেবা এবং মৌলিক অধিকার গ্রহণে বাধাদানকারীরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।
সম্প্রতি বাইডেন প্রশাসন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে – এ নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল। এবার শেষমেশ বাইডেন প্রশাসন ইসরায়েলিদের বিরুদ্ধে বিরল এ পদক্ষেপ নিলো।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার হামলা শুরু করেছে ইসরায়েল সেনাবাহিনী। এবারের সহিংসতা গত ১৫ বছরের যেকোনো সংঘাতকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ১৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।