সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রে ভারতের এক বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনা ব্যর্থ করেছে মার্কিন প্রশাসন। এ ঘটনায় ভারত জড়িত থাকার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। তাই দিল্লিকে কূটনৈতিকভাবে সতর্ক করেছে ওয়াশিংটন।

বুধবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি) এ খবর জানিয়েছে।

এফটির প্রতিবেদনটি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া নয়া দিল্লিতে মার্কিন দূতাবাসকে প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও কোনো সাড়া দেয়নি।

দ্য ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ভারতের কাছে প্রতিবাদ জানানোর কারণে হত্যা পরিকল্পনাকারীরা তাদের পরিকল্পনা কী বাতিল করেছে, নাকি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অভ ইনভেস্টিগেশন (এফবিআই) হত্যার পরিকল্পনা পণ্ড করেছে তা তাদের সূত্র জানায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্রে সফর শেষ হয়ার পর ভারতের কাছে প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র।

এফটি জানায়, ভারতকে কূটনৈতিকভাবে সতর্ক করে দেওয়ার পাশাপাশি মার্কিন ফেডারেল প্রসিকিউটরেরা অন্তত একজন সন্দেহভাজনের বিরুদ্ধে নিউ ইয়র্কের একটি ডিস্ট্রিক্ট আদালতে সিলমারা একটি অভিযোগপত্র দিয়েছেন। ওই অভিযোগপত্রে ব্যর্থ ওই হত্যাচেষ্টার লক্ষ্য হিসেবে জনৈক গুরপতভান্ত সিং পন্নুনের নাম উল্লেখ করা হয়।

দুমাস আগে কানাডা অভিযোগ করেছিল, দেশটির ভ্যাঙ্কুভারে শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ আছে। অভিযোগের দু মাস পর এমন খবর প্রকাশিত হলো। অবশ্য ভারত তখন কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করে।

উল্লেখ্য, পন্নুনও নিজ্জরের মতো আলাদা শিখ রাষ্ট্র খালিস্তানে বিশ্বাসী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: