cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ আজ রোববার প্রদান করা হয়েছে। শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ মন্ত্রী ড. হাছান মাহমুদ। এবার ১৯টি ক্যাটাগরিতে ২০ জন এ পুরস্কার পেয়েছেন।
অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ জার্নাল সম্পাদক, ডিআরইউ সাবেক সভাপতি শাহজাহান সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানী। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সম্মানিত অতিথি ছিলেন জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এআইবিএল।
পুরস্কার পেলেন যারা-
প্রিন্ট ও অনলাইন:
আবু সালেহ রনি (দৈনিক সমকাল) : মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।
শাহীন আক্তার (নিউ এইজ) : শিক্ষা।
আদনান রহমান (ঢাকা পোস্ট) : অপরাধ ও আইন-শৃঙ্খলা।
রহিম শেখ (দেনিক জনকণ্ঠ) : তথ্য, প্রযুক্তি।
জাহাঙ্গীর আলম (জাগো নিউজ): রাজনীতি, প্রশাসন, বিচার ও সংসদ
রাহেনুর ইসলাম (দৈনিক কালের কণ্ঠ) : ক্রীড়া।
হক ফারুক আহমেদ (দৈনিক যুগান্তর): স্বাস্থ্য
ফয়সাল খান (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ): সেবাখাত
আরেফিন তানজীব (চ্যানেল আই অনলাইন): কৃষি ও পরিবেশ
মোহাম্মদ ইউসুফ (ইউসুফ আরেফিন) দৈনিক কালবেলা : আর্থিক খাত
রাজীব আহাম্মদ (দৈনিক সমকাল): কুটনীতি ও জনশক্তি
ঝর্না মণি (দৈনিক ভোরের কাগজ): নারী, শিশু ও মানবাধিকার
ইসমাইল আলী (শেয়ার বিজ): বিদ্যুৎ ও জ্বালানি খাত
আরিফুর রহমান (দৈনিক প্রথম আলো): সুশাসন ও দুর্নীতি
টেলিভিশন ও রেডিও:
যুগ্ম বিজয়ী : মাকসুদুন নবী (চ্যানেল ২৪), আবু জায়েদ মুহ. সেলিম (মাছরাঙা টিভি): কৃষি ও পরিবেশ মাসউদুর রহমান (চ্যানেল ২৪): নারী, শিশু ও মানবাধিকার
উপরোক্ত প্রতিটি রিপোর্টের সম্মানী মূল্যমান ৫০,০০০ (পঞ্চাশ) হাজার টাকা।
বিজিএমইএ এর সৌজন্যে বিশেষ পুরস্কার (প্রিন্ট মিডিয়া, অনলাইন, টেলিভিশন, রেডিও)
এমদাদুল হক তুহিন (সারাবাংলা ডটনেট): পোশাক খাত
দৌলত আক্তার মালা (ফিনান্সিয়াল এক্সপ্রেস): সামগ্রিক অর্থনীতি
জসিম উদ্দিন হারুন (ফিনান্সিয়াল এক্সপ্রেস): অর্থনীতিতে অনুসন্ধান
উপরোক্ত তিনটি রিপোর্টের সম্মানী মূল্যমান ১,০০,০০০ (এক লক্ষ) টাকা।
বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ জুরি বোর্ডের সদস্যদের মধ্যে ছিলেন, শওকত মাহমুদ (সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব), মঞ্জুরুল আহসান বুলবুল (এডিটর ইন-চীফ ও সিইও, রেডিও টুডে), সাইফুল আলম (সম্পাদক, দৈনিক যুগান্তর), মনোয়ার হোসেন (জ্যৈষ্ঠ অর্থনৈতিক সাংবাদিক), মোস্তফা কামাল মজুমদার (সাবেক সম্পাদক, নিউ নেশন), নঈম নিজাম (সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন), মুস্তাফিজ শফি (সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ), সাইফুল ইসলাম (প্রধান বার্তা সম্পাদক, বৈশাখী টেলিভিশন), মাসুদ কামাল (জ্যৈষ্ঠ সাংবাদিক)।