সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ওপেনএআই ছাড়লেন বিজ্ঞানী সুটস্কেভার

ডেইলি সিলেট ডেস্ক ::

ওপেনএআই থেকে বিদায় নিচ্ছেন স্টার্টআপ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী ইলায়া সুটস্কেভার। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক বার্তায় বলেন, তাকে ছাড়া ওপেনএআই আর আগের মতো থাকবে না।

জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআই মাইক্রোসফটের আর্থিক সমর্থন পেয়ে উদিয়মান জেনারেটিভ এআই খাতে রাজত্ব করার লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির মধ্যে প্রতিযোগিতার সূত্রপাত ঘটিয়েছে।
ওপেনএআইয়ের ব্লগ পোস্ট অনুসারে, এখন থেকে কোম্পানির নতুন প্রধান বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করবেন জাকুব পাচোকি।

এর আগে ওপেনএআইয়ের গবেষণা বিভাগের পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি ‘জিপিটি-৪’-এর মতো উন্নত চ্যাটবট ও ‘ওপেনএআই ফাইভ’-এর মতো ভিডিও গেইমভিত্তিক কম্পিউটার প্রোগ্রাম বিকাশেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

সুটস্কেভার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, প্রায় এক দশক পর, ওপেনএআই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।

পাশাপাশি, ওই পোস্টে তিনি এমন এক নতুন প্রকল্প নিয়ে কাজ করার কথা জানিয়েছেন, যা ব্যক্তিগতভাবে তার কাছে খুবই অর্থবহ। আর সময়মতো এর বিস্তারিত তথ্য প্রকাশ করবেন তিনি।

২০২২ সালের শেষ নাগাদ চালু হওয়ার পর পরপরই, বিশ্বের দ্রুততম অ্যাপ হিসেবে ১০ কোটি মাসিক ব্যবহারকারীতে পৌঁছানোর মাইলফলক অর্জন করেছিল চ্যাটজিপিটি। তবে বাজার বিশ্লেষক কোম্পানি সিমিলারওয়েবের তথ্য অনুসারে, গত বছরজুড়েই ওঠা নামার মধ্য দিয়ে গেছে চ্যাটজিপিটি’র বৈশ্বিক ওয়েব ট্রাফিকিং। সম্প্রতি আবারও ২০২৩ সালের মে মাসের মতো নিজেদের সর্বোচ্চ সাফল্যের কাছাকাছি পর্যায়ে ফিরে আসছে চ্যাটবটটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: