সর্বশেষ আপডেট : ১৫ মিনিট ৫৮ সেকেন্ড আগে
বুধবার, ১৮ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ সোনামসজিদ স্থলবন্দরে

ডেইলি সিলেট ডেস্ক ::

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাঁচ দিন বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

শনিবার বিষয় নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে শনিবার (২১ অক্টোবর) থেকে বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পাঁচদিন বন্ধের মধ্যে রয়েছে মঙ্গলবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। আগামী বৃহস্পতিবার বন্দরের যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে বন্ধের এই পাঁচ দিন সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারত-বাংলাদেশে পাসপোর্টধারী ভ্রমণকারীদের যাতায়াত যথারীতি চালু থাকবে।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেড ম্যানেজার (অপারেশন) কামাল খান বলেন, বন্দর বন্ধের সময় উভয় বন্দরের খালি ট্রাক প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত উভয় দেশে ফিরতে পারবে। সোনামসজিদ বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম, পণ্য লোড-আনলোড ও দেশের ভেতরে পরিবহন যথারীতি চালু থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: