সর্বশেষ আপডেট : ২ মিনিট ২২ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভিসা বিধিনিষেধ দিয়ে খুব ভালো করেছে যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশের ক্ষমতাসীন দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিরোধীদলের বেশ কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ শুরু করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

মার্কিন ভিসানীতির এ প্রয়োগ শুরুকে ‘খুবই ভালো’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার রাজধানীতে উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি কনফারেন্সে অংশ নেন তিনি। এরপর সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

সালমান এফ রহমান বলেন, দেশের একটা বড় বিরোধীদলের (বিএনপি) নেতারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন, তারা নির্বাচন হতে দেবে না। বিভিন্ন পাবলিক প্রোগ্রামে স্পষ্ট করে বলছেন, নির্বাচন হতে দেবে না। গতকালও বলেছেন ওই দলের নেতারা। শেখ হাসিনার অধীনে ইলেকশন করতেই দেবেন না তারা। তারা কেন হতে দেবে না? তারা কীভাবে হতে দেবেন না? ভায়োলেন্স করে? সহিংস কর্মকাণ্ড ঘটিয়ে? তাহলে তো তাদের ওপর নিষেধাজ্ঞা আসা উচিত সবার আগে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলে দিয়েছে যে, স্যাংশনস আসছে, সেটা বিরোধীদল, সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। সুতরাং সবাই তালিকায় থাকছে। দেখা যাক, কাদের নাম আসে!

তিনি আরও বলেন, সরকারের তরফ থেকেতো আমরা সবসময় বলে আসছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গতকাল জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমরা তো নির্বাচনে বাধা দিতে চাই না। যারা বাধা দিতে চান, তাদের বিরুদ্ধে স্যাংশনস দেওয়া হবে। এটাকে আমরা মনে করি সবসময়ই ভালো।

এর আগে সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সালমান এফ রহমান। তিন দিনব্যাপী এ কনফারেন্স শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘের হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইমুনাহ মোহা. শরীফ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রাণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক ও সম্মলেন আয়োজক কমিটির আহ্বায়ক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী হাসান। এতে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: