cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক খুনের ঘটনায় পুলিশ তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ঢাকার গুলশান এলাকা থেকে উদ্ধার করেছে।
অসাবধানতা বশত মদের বোতল ভেঙ্গে ফেলার কারনে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার তিন দিন পার হলেও এখন পর্যন্ত সন্দেহভাজন তিন বন্ধুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও পুলিশ আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
গত শনিবার রাতে উপজেলার ডলুবাড়ি এলাকায় লেমন গার্ডেন রিসোর্টে খুন হন নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাটু ভাঙ্গা এলাকার কামরুজ্জামান এর ছেলে শরীফুল ইসলাম (৪১)।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে পুলিশের একটি দল আসামীদের ধরতে ঢাকা গুলশান এলাকায় ৪৩/ এ রোডে ১১৬ মামেন্টু হাউজে অভিযান চালায়। এ সময় সেখানকার ১০ তলা একটি ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে ঢাকা মেট্রো-গ ২২-৯১৫৬ রেজিষ্ট্রেশন নাম্বারের সাদা রং এর এক্সজিও জি করোলা গাড়ি উদ্ধার করে। এই গাড়িটি ঘাতকরা লেমন গার্ডেন রিসোর্টে থাকার সময় ব্যবহৃত হয়। অভিযানকালে কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে পুলিশ এ ঘটনায় উপজেলার কাকিয়াছড়া এলাকার কাশিনাথ ঘোষের ছেলে শান্ত ঘোষ (২৪) কে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। খুনের ঘটনায় তিন দিন পার হলেও ঠিক কি কারণে শরিফুলকে খুন করা হয়েছে সেই রহস্যের জট খুলেনি। পুলিশ বলছে আসামীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত এ নিয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।
তবে একটি সূত্র মাধ্যমে জানা গেছে, নৃশংস এই খুনের ঘটনার প্রধান সন্দেহভাজন রাব্বির সাথে শান্ত উপজেলার গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে বেশকিছুদিন চাকরি করেছে। খুনের ঘটনার দিন গত রোববার রাব্বিসহ তার আরও দুই জন বন্ধু শান্তকে তার এলাকা থেকে নিয়ে আসে। রাতে তারা লেমন গার্ডেনের বৃষ্টি বিলাস ভিলার ৫ নং কক্ষে খাবার খায় এসময় শান্ত রাব্বি ও তার বন্ধুদের জন্য বাহির থেকে এনে মদ খায়। মদ সেবনের এক পর্যায়ে অসাবধানতাবশত: নিহত শরিফুলের হাত লেগে মদের বোতল নীচে পড়ে ভেঙ্গে যায়। এসময় রাব্বি উত্তিজিত হয়ে এত দামী মদের বোতল ভাঙ্গার কারণে প্রথমে শরিফুলকে গালিগালাজ করে। এতে তাদের মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়। এসময় রাব্বি রিসোর্টের নিচ থেকে বারবিকিউ জ্বালানোর জন্য কাঠের লাঠি এনে শরিফুলের মাথায় ও মুখে আঘাত করে। এরপর রাত ৯ টায় রিসোর্ট থেকে তারা পালিয়ে যায়।
সূত্র বলেছে, পুলিশ শান্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনা জানতে পেরেছে। তবে পুলিশ মূল আসামীদের না ধরা পর্যন্ত খুনের প্রকৃত ঘটনা রহস্য উদঘাটন করা সম্ভব নয় বলে জানায়। আসামীদের ধরতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে বলে জানা যায়। আসামীদের দ্রুত স্থান বদল করার কারণে তাদের ধরতে বেগ পেতে হচ্ছে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট শুক্রবার সকাল ৮ টার দিকে চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মো. নুরুল আমিন রাব্বি,শরিফুলসহ আরও দুই জন পর্যটক লেমন গার্ডেনে রুম ভাড়া নেয়। পরবর্তিতে তারা শনিবার রাত ৯ টার সময় রিসোর্ট ম্যানেজারকে রুম ভাড়া পরিশোধ করে জানায়,তাদের দুই জন সাথি রুমে রয়ে গেছেন, রোববার দুপুরে চেক আউট করবেন বলে তারা রিসোর্ট থেকে বের হয়ে যান।
এ সময় তারা কৌশল করে ড্রাইভার পরিচয়ে এক জনকে নিয়ে মোট তিন জন চলে যায়। রোববার হোটেল স্টাফ সহিদুল ইসলাম ও রুহান আহমেদ সংশ্লিষ্ট রুমে চেকিংয়ের জন্য গেলে রুমে নক করলে কোন সাড়া শব্দ না পেয়ে তারা জানালার দিকে দেখতে পায় একজন মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং রুমের ভেতর রক্তের দাগ দেখতে পায়।
পরে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর শরিফুলের স্ত্রীকে খবর দিলে শরিফুলের স্ত্রী লাশ গ্রহণ করে শ্রীমঙ্গল থানায় তিনজনকে মূল আসামী করে আজ্ঞাত নামা আরও আসামীদের রেখে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে শরীফুলের স্ত্রী মুন্নী বেগম জানান, শরীফুল ঢাকা ভাটেরা এলাকার ৪০ নং ওয়ার্ডের, ফাঁসের টেক নামক স্থানে কার্টুন এর ব্যবসা করত। ‘আমার সাড়ে তিন বছরের মেয়ের জন্মের পর এক রাতের জন্যও কোথাও যায়নি ওর বাবা। ঘুমিয়ে যেত বাবার বুকেই। ওর বাবা খাইয়ে না দিলে কিছুই খেতে চাইত না। এত দিন পর হঠাৎ ভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো লোকটাকে। মেয়েটা শুধু বাবা-বাবা করছে। কী জবাব দেব ওকে’।
মুন্নী বেগম বলেন, তারা ২৪ আগস্ট রাতে রওনা হন। পরের দিন শুক্রবার শ্রীমঙ্গলে পৌঁছেই শফিকুল মোবাইল ফোনে কথা বলেছিলেন মেয়ের সঙ্গে। মেয়েটি তার বাবাকে বলেছিল, তুমি কোথায়, বাসায় আসো। তার বাবা ঠিকই বাসায় আসল, তবে লাশ হয়ে। তাকে ছাড়া এখন আমরা কীভাবে বাঁচব?