সর্বশেষ আপডেট : ৪৫ মিনিট ৪১ সেকেন্ড আগে
রবিবার, ১৬ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সর্বজনীন পেনশন স্কিমের বিধিমালা জারি

ডেইলি সিলেট ডেস্ক ::
দেশের সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনতে সর্বজনীন পেনশন স্কিমের বিধিমালা ঘোষণা করে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চার ভাগে বিভক্ত পেনশন স্কিমে প্রবাসীদের জন্য ‘প্রবাস স্কিম’, বেসরকারি চাকরিজীবীদের জন্য ‘প্রগতি স্কিম’, কৃষক, কামার,জেলেসহ অনানুষ্ঠানিক খাতের ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা স্কিম’ এবং দরিদ্র ও স্বকর্মে নিয়োজিতদের জন্য ‘সমতা স্কিম’ রয়েছে। সমতা স্কিমে মাসিক কিস্তির এক হাজার টাকার মধ্যে ৫০০ টাকা দেবে সরকার।

সমতা স্কিমে মাসিক কিস্তির এক হাজার টাকার মধ্যে ৫০০ টাকা দেবে সরকার।

প্রবাস স্কিমে মাসিক পাঁচ হাজার, সাড়ে সাত হাজার ও ১০ হাজার টাকা হারে চাঁদা দেয়া যাবে।

প্রগতি স্কিমে মাসিক দুই হাজার, তিন হাজার ও পাঁচ হাজার টাকা হারে চাঁদা দেয়া যাবে।

সুরক্ষা স্কিমে মাসিক এক হাজার, দুই হাজার, তিন হাজার ও পাঁচ হাজার টাকা হারে চাঁদা দেয়া যাবে।

অনলাইন ব্যাংকিং, ক্রেডিট ও ডেভিড কার্ডে বা ব্যাংকের শাখার মাধ্যমে কিস্তির টাকা জমা দিতে পারবে ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা।

ন্যূনতম ১০ বছর কিস্তির টাকা জমা দিতে হবে এবং ৬০ বছর বয়স থেকে জমা দেয়া টাকার ৩৪ গুণ মাসে মাসে পেনশন পাওয়া যাবে। তবে টানা ৩ মাস কিস্তির টাকা জমা না দিলে পেনশন হিসাবটি স্থগিত হবে। জমা টাকার ওপর ৫০ শতাংশ ঋণ নিতে পারবেন পরিবারের সদস্যরা।

গত ২৪ জানুয়ারি ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল’ সংসদে পাস হয়। গত ১ জুন বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চলতি অর্থ বছরের শুরুতেই পেনশন সুবিধা বাস্তবায়ন করার কথা বলেছিলেন।

বর্তমানে দেশে শুধু সরকারি কর্মচারীরা পেনশন পেলেও বেসরকারি চাকরিজীবীসহ সবাইকে পেনশনের আওতায় আনার প্রতিশ্রুতি ছিলো আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য এ সুবিধা চালু করার কথাও বলেন। এরপর এলক্ষ্যে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়।

সমতা স্কিমে টানা ১০ বছর কিস্তির টাকা জমা দিলে প্রতি মাসে এক হাজার টাকা ৫৩০ টাকা করে মাসিক পেনশন পাবে।

প্রগতি স্কিমে বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মচারীদের জন্য স্কিমে অংশ নেয়া যাবে। সেক্ষেত্রে স্কিমের চাঁদার অর্ধেক দেবে কর্মচারী। বাকি অর্ধেক টাকা প্রতিষ্ঠান দেবে। কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এই স্কিমে অংশ না নিলে কর্মচারী ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: