সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নতুন স্যাংশনের কোনো তথ্য নেই পিটার হাসের কাছে

ডেইলি সিলেট ডেস্ক ::
বাংলাদেশের বিরুদ্ধে আরও নতুন স্যাংশন আসছে কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমার কাছে নেই। সোমরাব জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের এবং জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাসরুর মওলার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, কোনো দলই আমাদের শত্রু নয়। প্রতিটি দলই আমাদের কাছে সমান। আমরা সব রাজনৈতিক দলকে একই চোখে দেখি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়, যাতে জনগণের আশা পূরণ হয়।

বৈঠকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে মাসরুর মাওলা বলেন, যেহেতু আমরা প্রতিটি রাজনৈতিক দলকে নিরপেক্ষভাবে দেখি, তাই আমরা জানুয়ারিতে দেশে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে দেখতে চাই।

বৈঠকে পিটার হাস আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে প্রধান বিরোধী দলের ভাবনা জানতে চান।

মাসরুর বলেন, জবাবে আমরা তাকে বলেছি, বর্তমানে আমরা ৩০০টি নির্বাচনী এলাকায় অংশগ্রহণের কথা ভাবছি। আমরা অন্য কোনো বিকল্প ভাবছি না। কারণ এই বিষয়ে এখনো সময় আছে।

তিনি আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, আমরা যেমন রাজপথে মিছিল পছন্দ করি না, তেমনি আমরা বুঝি সংলাপের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: