cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। কলকাতায় প্রভাব বিস্তার শুরু করেছে ডেঙ্গু। ডেঙ্গু রোগের মোকাবেলা করতে নির্দেশনা জারি করেছে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ।
কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ বলছে, স্কুলের ছাদ-আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে। সরকারি-বেসরকারি স্কুলের প্রতিটি ছাত্র-ছাত্রীকে ফুল হাতা ও ফুল প্যান্ট স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার কলকাতা পৌরসভায় একটি বৈঠক হয়। যেখানে স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমসহ পৌরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পারিষদ অতীন ঘোষ, জনস্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব রূপম বন্দ্যোপাধ্যায়, পৌর কমিশনার বিনোদ কুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সুব্রত রায়চৌধুরীসহ উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।
বর্ষার শুরু থেকেই শহরে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ বৃদ্ধি পেতে শুরু করেছে। যার জন্য ইতোমধ্যেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যেই বৈঠক হয়।
পৌরসভার ডেঙ্গু বৈঠকে স্বাস্থ্যদপ্তরের হাতে ত্রিশটি ছবিসহ একটি ফটো অ্যালবাম তুলে দিয়েছেন ডেপুটি মেয়র। সেখানে রয়েছে, শহরের কোন কোন সরকারি বাসস্থান, হাসপাতালের অবস্থা উদ্বেগজনক তার ছবিগুচ্ছ স্বাস্থ্য সচিবকে দেওয়া হয়েছে। ডেঙ্গু মৌসুমে কলকাতা পৌরসভার মাথাব্যথার কারণ খালি জমি। শহরে এমন জমির সংখ্যা ৫ হাজার ৮০। এসব জমিতে অনেক আগাছা। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সে তালিকা দেখে জানিয়েছেন, দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নামে নোটিস ইস্যু করতে হবে। মশা জন্মানোর পরিবেশের দায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদেরই নিতে হবে।
পৌরসভারকেও ডেঙ্গুর স্ট্রেন চিহ্নিত করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেখানে বলা হয়েছে, অনেক জ্বরের সঙ্গে প্রস্রাব কম হচ্ছে, গায়ে হাত পায়ে মারাত্মক ব্যথা এমনটা দেখলেই সতর্ক হতে হবে। পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে এসব রক্ষন চিহ্নিত করণের কাজ করবেন। সূত্র: সংবাদ প্রতিদিন