সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জাপা কোনদিন বিএনপির সঙ্গে নির্বাচন করবে না: রাঙ্গা

ডেইলি সিলেট ডেস্ক ::

বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা জানিয়েছেন বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কোনো নির্বাচনে অংশ নেবেন না তারা। তিনি বলেন, ‘একবার নয় আমরা তিনবার আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছি। আমরা বিএনপির সঙ্গে জীবনেও নির্বাচন করিনি। আর কোনো দিন করব বলে আমি মসিউর রহমান রাঙা বলতে পারি। আমি অন্তত তাদের অ্যালায়েন্স কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। কথা দিলাম। আপনি লিখে রাখেন।’

সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রাঙা।

তিনি বলেন, জাতীয় পার্টি তিনবার আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছে। কখনো বিএনপির সঙ্গে নির্বাচন করেনি। তিনি কথা দিচ্ছেন তিনি অন্তত আর কোনো দিনও বিএনপির সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেবেন না।

তিনি আরও বলেন, ‘আমরা ২০১৪ সালে নির্বাচন করেছি আওয়ামী লীগের সঙ্গে। ২০১৮ সালেও অ্যালায়েন্স করে নির্বাচন করেছি আওয়ামী লীগের সঙ্গে। আমরা এখন বলতে পারি ভেঙে দিলাম। দ্যাটস অ্যানাদার কোশ্চেন। যারা নেতৃত্বে আছেন তারা এটা বলতে পারেন। আমরা অ্যালায়েন্স করে প্রধানমন্ত্রীর মহানুভবতায় ফলে আমরা কথা বলতে পারি। আমরা সংসদে আসতে পারি। আমাদের তো মানা করা হয়নি যে, আপনি সংসদে এ কথা বলতে পারবেন না। আমরা সংসদে কথা বলতে পারি। আমরা সংসদে প্রাণখুলে কথা বলতে পারি।’

জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান বলেন, ‘শতভাগ বিদ্যুৎ গঙ্গাচড়ায় দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ আর থাকে না। জানি করোনা ও যুদ্ধকালীন সময়ে আমাদের একটু সমস্যা হচ্ছে। জেনেছি যে সমস্যাগুলো রয়েছে আরও দুই সপ্তাহের মধ্যে তা থাকবে না। বিদ্যুতের ঘাটতি থাকবে না। সারা দেশে বিদ্যুৎ পাওয়া যাবে। মানুষ এখন বিদ্যুতে অভ্যস্ত হয়ে পড়েছে। গরুর জন্যও ফ্যান চালিয়ে রাখে।’

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গাকে ঝেঁটিয়ে বিদায় করেছেন। গঙ্গাচড়ায় কোনো মঙ্গা নেই। একটি মানুষও না খেয়ে মরে না। তিস্তা নদীর ওপর একটি ব্রিজ করে দিয়েছেন। আমি ওই ব্রিজের নামটা ওনার নামেই করে দিয়েছি। সরকারের উন্নয়ন অনেকের কাছে হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। এত উন্নয়ন অনেকের সহ্যই হয় না। সরকারের উন্নয়ন দেখে এখন অনেকের বুকটা ফাইট্টা যায়।’

খালেদা জিয়ার নাম উল্লেখ না করে রাঙা বলেন, একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েও (খালেদা জিয়া) জেলে না থেকে বাড়িতে রয়েছেন। প্রধানমন্ত্রীকে যদি প্রশ্ন করি কীসের কারণে এটা করলেন? কেন তাকে সারবেন্ট দিতে হয়?

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: