cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
আন্তর্জাতিক ডেস্ক :
মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে ভেরাক্রুজর হাইওয়েতে পড়ে থাকা পরিত্যক্ত একটি ট্রাক থেকে ৩৪৩ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে শতাধিক শিশুও রয়েছে।
ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানায়, রোববার রাতে ৩৪৩ জন অভিবাসনপ্রত্যাশীকে সেই ট্রাক ট্রেইলার থেকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে অভিভাবকহীন ১০৩ জনই শিশু রয়েছে। এ সময় নিখোঁজ ছিল চালক।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকৃত সবার হাতে ছিল নির্দিষ্ট ব্রেসলেট। উদ্ধারকৃতরা গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভাদর ও ইকুয়েডরের নাগরিক। যা প্রমাণ করে, কোনো মানবপাচারকারী চক্রের সহায়তায় মেক্সিকো পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল তারা।
কতৃপক্ষ জানায়, ট্রাকটিতে বৈদ্যুতিক পাখা ও আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ছিল। তারা সবাই সুস্থ আছে বলে জানানো হয়। পালিয়ে যাওয়া চালককে ধরতে অভিযান চালাচ্ছে মেক্সিকো পুলিশ।
সীমান্ত টহলের তথ্য বলছে, গত ১২ মাসে অবৈধভাবে মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় ৮৫৩ জন অভিবাসীপ্রত্যাশী প্রাণ হারিয়েছে।
সূত্র: বিবিসি.ডেইলি মেইল
Leave a Reply