cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বড় ভাইয়ের লোহার শাবলের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার কাঠালবাড়ি গ্রামে পারিবারিক জমি নিয়ে কলহের জেরে এ ঘটনা ঘটে।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বিষয়টি জানিয়েছেন। নিহত ছোট ভাইয়ের নাম হিরন মিয়া (৪২)। তিনি দোয়ারা বাজার উপজেলার কাঠালবাড়ি গ্রামের সুরুজ আলীর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ির গ্রামের সুরুজ আলীর ৩ ছেলের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরে তাদের মেজ ভাই নুর মিয়া মাছ ধরছিলেন। এতে বড় ভাই রিপন মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম বাধা দিলে ৩ ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ছোট ভাই হিরন মিয়া তার বড় ভাইয়ের স্ত্রী রোকসানা বেগমকে কাঠ দিয়ে মাথায় বাড়ি মারলে মাথা ফেটে যায়। পরে ৩ ভাই ও তাদের স্ত্রীরা সংঘর্ষে জড়ান। এসময় বড় ভাই রিপন মিয়া লোহার শাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়ার পেটে ঘা দেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাঠিতে পড়ে যান। এসময় আহত হন আরও ৩ জন। পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলো শুক্রবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হিরন মিয়ার মৃত্যু হয়।
ওসি দেব দুলাল ধর জানান, পারিবারিক ঝামেলা নিয়েই তাদের ভাই ভাবিদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বড় ভাই লোহার সাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়াকে পেটে আঘাত করলে তিনি রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকীরাও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এখনও এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।