সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
রবিবার, ২ এপ্রিল ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে ৯টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সয়াবিন তেলসহ কিছু পণ্যের দাম কমলেও সিলেটের বাজারে অস্থিরতা কাটছে না। ব্যবসায়ীরা যে যেভাবে পারছে সেভাবেই তেলের দাম নিচ্ছে। তবে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৪ জুলাই) সিলেট নগরীতে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, রবিবার দিনভর অভিযান চালিয়ে সিলেট নগরীর আম্বরখানা, কালীঘাট, ও লালদিঘীরপাড় বাজারে ৯টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্র, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ের জরিমানা করা হয়।

এর মধ্যে আম্বরখানায় ৫ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০, কালীঘাটে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ও লালদিঘীরপাড়ে ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তদারকিকালে ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ‍ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ ও মাইকিং করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।

অভিযানে সহায়তা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কনজুমার্স এসোয়িয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং স্থানীয় বাজার কমিটির সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: